শুক্রবার, জানুয়ারি ৩, ২০২৫
Led02রাজনীতি

কালিরবাজারের ধ্বংসস্তূপ পরিদর্শনে মহানগর জামায়াতে ইসলামী

লাইভ নারায়ণগঞ্জ: কালিরবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে যাওয়া দোকান পরিদর্শন করেছে মহানগর জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দরা। সোমবার (৭ অক্টোবর) বিকেলে অগ্নিকান্ডের ক্ষতিগ্রস্থ কালিরকাজারের মসলা পট্টিতে গলিতে পরিদর্শনে আসেন তারা।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ কমিটির অন্যতম সদস্য মাওলানা মইনুউদ্দিন আহমদ, মহানগর জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার, সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মো: জামাল হোসাইন ও কালিরবাজার দোকান মালিক সমিতির সভাপতি আব্দুল লতিফসহ আরও অনেকে।

এসময় নেতৃবৃন্দরা বলেন, আগুনে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা ভাষায় প্রকাশ করার মতো না। অগ্নিকান্ডের ক্ষয়ক্ষতি আমরা মহানগর জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দরা পরিদর্শন করেছি। গতকালও যারা ব্যবসায়ি ছিলেন আজ তারা পথে নেমে গেছেন। এই মুহুর্তে তাদের ধর্য্য ধারন করতে বলা ছাড়া আর কোন ভাষা নেই আমাদের। আমরা আজ দেখে গেলাম, পরবর্তিতে যদি পারি আমাদের দলের পক্ষ থেকে কিছু সাহার্য্য করা সম্বভ হলে করবো। আর সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে এখানে যে ব্যবসায়িরা ক্ষতিগ্রস্থ হয়েছেন, তাদের পূর্নবাসন ও ব্যবসা চালু করার জন্য ব্যবস্থা করে দেওয়া হোক।

শেষে ব্যবসায়ীদের এ বিপদে মহান আল্লাহরে সাহায্য চেয়ে দোয়া করেন নেতৃবৃন্দরা।

RSS
Follow by Email