শুক্রবার, জানুয়ারি ৩, ২০২৫
রাজনীতি

কারো ব্যক্তিগত, মন গড়া আইনে দেশ চলতে পারেনা: সাইফুল আলম খান মিলন

লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা দক্ষিণ অঞ্চলের পরিচালক সাইফুল আলম খান মিলন বলেন, কারো ব্যক্তিগত কিংবা মনগড়া আইনে দেশ চলতে পারেনা। আল্লাহর জমিনে আল্লাহর আইন ও বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবন আর্দশই হতে হবে একমাত্র জীবন বিধান। তিনি আরো বলেন বিশ্ব মুসলিম আজ নির্যাতিত শুধু মাত্র আমাদের মাঝে ঐক্যের অভাব তাই ঐক্যের কোন বিকল্প নেই।

শুক্রবার (২৫ অক্টোবর) সকালে চাষাঢ়া ড্রিংক এন্ড ডাইন চাইনিজ রেষ্টুরেন্টে সিরাতুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভাও পুরুষ্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করে মহানগরী জামায়াতে ইসলামী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এসময় মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড: সাখাওয়াত হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈনুউদ্দিন আহমদ। পুরুষ্কার প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, মহানগরী কর্ম পরিষদের সদস্য এইচ এম নাসির উদ্দিন, মাওলানা সাইফুদ্দিন মনির প্রমূখ।

RSS
Follow by Email