মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫
Led03সিদ্ধিরগঞ্জ

কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে হত্যা মামলার আসামির মৃত্যু

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা কারাগার অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ।

নিহত হাজতির নাম আব্দুল আউয়াল (৬২)। সে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামি।

নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করে জানান, সে সিদ্ধিরগঞ্জ থানার একটি হত্যা মামলার আসামি ছিল। অসুস্থ হয়ে পড়ায় তাকে প্রথমে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে ও পরে তাকে হাসপাতাল থেকে ঢাকা রেফার্ড করলে, আমরা ঢাকা জেলা কারাগারের মাধ্যমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে সে মারা যায়।

RSS
Follow by Email