বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
Led05জেলাজুড়েফতুল্লা

কাউয়াপাড়ায় মিনি গার্মেন্টে অগ্নিকাণ্ড, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় একটি মিনি গার্মেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন পুড়ে ১৫/১৬ টি মেশিনসহ থান কাপড় ও তৈরি করা পোশাক পুড়ে ছাই হয়ে যায়। এতে ৩০/৩৫ লাখ ক্ষতি হয়েছে বলে মালিকদের দাবি। মঙ্গলবার রাতে ফতুল্লার কাশিপুর কাউয়াপাড়া এলাকায় অবস্থিত এইচ এ নীট ওয়্যার নামক মিনি গার্মেন্টসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিসিক ফায়ার সার্ভিসের অফিসার হালিম জানান, একটা মিনি গার্মেন্টসে বিদ্যুৎ এর শর্টসাকিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। আগুনে পুড়ে গেছে কাপড় সহ তৈরি করা পোশাক এবং মেশিন। তদন্ত করে দেখা বিস্তারিত জানাতে পারবো৷

কারখানার মালিক আল আমিন জানান, বহু কষ্ট করে লোন নিয়ে কারখানাটা দাড় করাইছিলাম। আগুনে পুড়ে সব পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে পুড়ে আমার কারখানার মেশিন ও কাপড় পুড়ে ছাই হয় নাই। পুড়ে ছাই হয়ে গেছে আমার ভাগ্যের কপাল। কপাল পুড়ে ছাই হয়ে গেলো। আগুনে পুড়ে সব কিছু ছাই হয়ে প্রায় ৩০/৩৫ লাখ টাকা ক্ষতি হয়েছে।

RSS
Follow by Email