রবিবার, নভেম্বর ৩, ২০২৪
Led03সোনারগাঁ

কাঁচপুর হাইওয়ে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

লাইভ নারায়ণগঞ্জ: ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ প্রতিপাদ্যে নারায়ণগঞ্জ কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) কাঁচপুর হাইওয়ে থানা কম্পাউন্ডে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে হাইওয়ে থানা পুলিশের সাথে স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক দলের প্রতিনিধি ও ছাত্রদের আলোচনা। এসময় মহাসড়কে চলাচলে সাধারণ মানুষদের ভোগান্তির কথা পুলিশ কর্মকর্তাদের কাছে তুলে ধরা হয়। মহাসড়কে যান চলাচল ও পথচারীদের সকল সমস্যা দূরীকরণে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ সর্বাত্মক প্রচেষ্টা চলবে বলে ওসি ওয়াহেদ মোর্শেদ আশ্বস্ত করেন।

কাঁচপুর হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) ওয়াহিদ মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কাঁচপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী সেলিম হক রুমি, সাধারণ সম্পাদক হাজী মোমেন খান, যুগ্ম সম্পাদক মো. ফজল হোসেন, সোনারগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. নাসির উদ্দীন, পরিবহন ব্যবসায়ী শেখ আলমগীর হোসেন আপেল, মাওলানা আমজাদ হোসেন, মুফতী মহিউদ্দিন ও ছাত্র আশরাফুল ইসলাম ইমন প্রমূখ ।

এছাড়াও কমিউনিটি পুলিশের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, সমাজসেবক, মালিক শ্রমিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, ছাত্র প্রতিনিধিসহ জনসাধারনের অনেকেই উপস্থিত ছিলেন।

RSS
Follow by Email