শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
Led01Led03সোনারগাঁ

কাঁচপুর গ্যাসলাইন লিকেজ থেকে বিস্ফোরণে ৭জন দগ্ধ, আশঙ্কাজনক ৪জন

লাইভ নারায়ণগঞ্জ: কাঁচপুর এলাকায় গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সাত শ্রমিক দগ্ধ হয়েছেন। সোমবার (১১ নভেম্বর) রাত ১১টার দিকে কাঁচপুরের সোনাপুর লাভলী সিনেমা হলের সামনে ওই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, মো. মিজান (৩৫), মো. জাহাঙ্গীর আলম (৪৫), মো. রিপন (৩৮), মো.সুলতান (২৩), মো. শাহজালাল (৪৫), মো. জয় (২০) ও রাজু (২৪)। তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান।

তাদেরকে হাসপাতালে নিয়ে আসা মো. রুবেল জানান, রাতে লাভলী সিনেমা হলের সামনের রাস্তায় কল বসানোর কাজ চলছিল। সেখানে ঝালাইয়ের কাজ করতে গেলে পাশের গ্যাসের মেইন লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে ঘটনা ঘটে। এতে ওই সাত শ্রমিক দগ্ধ হন।

ডা. শাওন বিন রহমান জানান, মিজানের শরীরের ১৯ শতাংশ, জাহাঙ্গীর আলমের ১০ শতাংশ, রিপনের ৯ শতাংশ, সুলতানের ২০ শতাংশ, শাহজালালের ৭ শতাংশ, জয়ের শরীরের ২২ শতাংশ ও রাজুর শরীরের ২ শতাংশ দগ্ধ হয়েছে। ইতোমধ্যে আমরা ২জনকে প্রাথমিক চিকিৎসা শেষ করে ছেড়ে দিয়েছি। বাকিদের মধ্যে ৪জনকে হাসপাতালে পর্যবেক্ষণে রেখেছি। তাদের মধ্যে মো. জয়ের অবস্থা আশঙ্কাজনক।

RSS
Follow by Email