বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
Led03জেলাজুড়েরাজনীতিসোনারগাঁ

কাঁচপুরে কায়সারের বিশাল শোডাউন

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ের কাঁচপুর থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন ‘নৌকা’র মাঝি আবদুল্লাহ আল কায়সার। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বেলা ১২ টায় একটি বিশাল মিছিল বের করেন আওয়ামী লীগ মনোনীত এই প্রার্থী।

মিছিলে হাজার হাজার নেতাকর্মীরা ফুলের মালা পড়িয়ে ও ফুল ছিটিয়ে আবদুল্লাহ আল কায়সারকে শুভেচ্ছা জানান। এসময় কায়সারের সমর্থনে ‘নৌকা’ ‘নৌকা’ স্লোগানে নির্বাচনের প্রচারণা চালান উপস্থিত নেতাকর্মী ও সমর্থকরা।

প্রসঙ্গত, ১৮ ডিসেম্বর (সোমবার) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ-৩ আসনে আবদুল্লাহ আল কায়সারকে নৌকা বরাদ্দ দেন জেলা রিটার্নিং অফিসার মো. মাহমুদুল হক। এই আসনে কায়সার সহ আরও ৭ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।এদের মধ্যে লিয়াকত হোসেন খোকা (জাতীয় পার্টি) পেয়েছেন ‘লাঙ্গল’ প্রতীক, মো. মজিবুর রহমান মানিক (বাংলাদেশ তরিকত ফেডারেশন) পেয়েছেন ‘ফুলের মালা’ প্রতীক, মোহাম্মদ আসলাম হোসেন (বাংলাদেশ সুপ্রিম পার্টি) পেয়েছেন ‘একতারা’ প্রতীক, এবিএম ওয়ালিউর রহমান খান (বিএনএম) পেয়েছেন ‘নোঙ্গর’ প্রতীক, নারায়ণ দাস (বিকল্প ধারার বাংলাদেশ) পেয়েছেন ‘কুলা’ প্রতীক, মো. আরিফ (মুক্তিজোট) পেয়েছেন ‘ছড়ি’ প্রতীক, এ.এইচ.এম মাসুদ (স্বতন্ত্র) পেয়েছেন ‘ঈগল’ প্রতীক।

RSS
Follow by Email