বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
Led05জেলাজুড়েফতুল্লা

ওয়ালটন শো-রুমের পাশে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

লাইভ নারায়ণগঞ্জ: পাগলায় ৬০ থেকে ৭০ বছর বয়সী এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাতে ঢাকা – নারায়নগঞ্জ পুরাতন সড়কের পাশে পাগলা বাসস্ট্যান্ড এলাকা থেকে ওয়ালটন শো রুমের পাশ থেকে ওই লাশটি উদ্ধার করা হয়।

তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন ফতুল্লা থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) নূরে আজম মিয়া।

এ ঘটনায় স্থানীয়দের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান শেখ জানান, ফতুল্লার পাগলা বাসস্ট্যান্ড সংলগ্ন ওয়ালটন শো রুমের পাশে অজ্ঞাত এই বৃদ্ধার লাশটি পরে থাকতে থেকে পুলিশ কে সংবাদ দেয়। প্রাথমিকভাবে জানা যায়, সাত থেকে আট দিন ধরে অজ্ঞাত এই বৃদ্ধ ওয়ালটন শো রুম সংলগ্ন গলির একটি কোনে বসে ও শুয়ে থাকতো। বৃহস্পতিবার মাগরেব আজানের সময় ও তাকে বসে থাকতে স্থানীয়দের অনেকেই। এক সময় রাত সাড়ে সাতটার দিকে বৃদ্ধের কোন সাড়া শব্দ না পেয়ে পুলিশকে সংবাদ দেয়।

ফতুল্লা থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) নূরে আজম মিয়া বলেন, আমরা লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে মর্গে প্রেরণ করি। নিহতের গায়ে লুঙ্গি, শার্ট ও একটি জ্যাকেট পরনে ছিলো। উদ্ধারকৃত লাশটির পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

RSS
Follow by Email