বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
রাজনীতি

ওয়ার্ডবাসীরা এনসিসির সেবা নিয়ে অভিযোগ করছে: সাবেক কাউন্সিলর মনোয়ারা

লাইভ নারায়ণগঞ্জ: সিটি কর্পোরেশনের ৪, ৫, ৬ ওয়ার্ডের সাবেক সংরক্ষিত নারী কাউন্সিলর মনোয়ারা বেগম বলেন, আমরা তো চুরির নির্বাচন করে তারপর কাউন্সিলরের পদে আসে নাই। আমি আওয়ামী লীগ করেছি, কিন্তু আমার আমাকে কাউন্সিলর করার জন্য বিএনপির লোকেরাও তো ভোট দিয়েছে। তারা মনে করেছে তাদের ওয়ার্ডের জন্য আমি ভালো তাই আমাকে ভোট দিয়ে কাউন্সিলর বানিয়েছে। আমি তোমার ওয়ার্ডের সবাইবে জনগণ হিসাবেই সেবা দেই। সেখানে কে বিএনপি, কে আওয়ামী লীগ আমরা সেটা দেখি না।

বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় কাউন্সিলরদের পূর্নবহল প্রসঙ্গে লাইভ নারায়ণগঞ্জকে দেয়া এ বক্তব্য এ কথা বলেন মনোয়ারা বেগম।

এসময় তিনি আরও বলেন, কাউন্সিলর এর পদে অনেক সময় ধরেই সেবা দিয়ে আসছি তাই জনগণের কি ধরনের সেবা দরকার সে বিষয় আমরা জানি। কিন্তু এখন যে কর্মকর্তাদের রাখা হয়েছে তাদের কাছ থেকে জনগণ সেবা পাচ্ছে না। আমার ওয়ার্ডের অনেকেই আমার কাছে অভিযোগ করে তারা নগর ভবনে গিয়ে কর্মকর্তাদের কাছ থেকে সেবা পাচ্ছে না, অনেক ধরনের সেবা কর্মকর্তারই দিতে পারছে না, দুই তিন দিন কর্মকর্তা ছুটিতে থাকে বা কোন সেবা কোন কর্মকর্তার কাছে পাওয়া যাবে সেটা নিয়েও আমাদের স্থানীয়দের হয়রানি হতে হয়। তাছাড়া আগে আমাদের কাউন্সিলর অফিস আমাদের ওয়ার্ডেই ছিল কিন্তু এখন নগরভবন যেতে হয়। সেখানে আসা-যাওয়া করতেই ২০০-৩০০ টাকা খরচ হয়ে যায় যেটা একজন গরিব মানুষ পারে না। সেজন্য আমরা চাই দল মত নির্বিশেষে কাউন্সিলরদের পূর্নবহাল করা হোক।

RSS
Follow by Email