বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
Led05শিক্ষা

ঐতিহ্যবাহী না.গঞ্জ হাই স্কুলে পাশের হার ৯৮ দশমিক ৭০ ভাগ

লাইভ নারায়ণগঞ্জ: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ‘নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজ’ এবারের এসএসসি পরীক্ষায় পাশের হার ৯৮ দশমিক ৭০ ভাগ। এসএসসির ফল প্রকাশ ঘিরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।

শুক্রবার (২৮ জুলাই) এসএসসির ফল প্রকাশের পর পর স্কুলে জড়ো হন শিক্ষার্থীরা। তাদের বেশিরভাগই আগেই অনলাইনে নিজের ফলাফল জানতে পেরেছে। ফলে স্কুলে এসেই অন্যদের সঙ্গে আনন্দে মেতে উঠেছেন ভালো ফলাফল পেয়ে। এর আগে সকাল ৯টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ২০২৩ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন।

নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের মধ্যে জিপিএ- ৫ পেয়েছে ১১০ জন শিক্ষার্থী ।

RSS
Follow by Email