সোমবার, সেপ্টেম্বর ৯, ২০২৪
জেলাজুড়েশিক্ষা

এসএসসির খাতা দেখায় অবহেলা: নারায়ণগঞ্জের ২ শিক্ষক কালো তালিকাভুক্ত

লাইভ নারায়ণগঞ্জ: এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়নে অবহেলা করায় পরীক্ষকের দায়িত্বে থাকা নারায়ণগঞ্জের ২ জন শিক্ষককে কালো তালিকাভুক্ত করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। তারা আগামী ৫ বছর বোর্ডের অধীনে কোনো পাবলিক পরীক্ষায় দায়িত্ব পালন করতে পারবেন না।

কালো তালিকাভুক্ত শিক্ষকদের নামের তালিকা মঙ্গলবার প্রকাশ করে ঢাকা বোর্ড।

কালো তালিকা ভুক্তরা হলেন- নারায়ণগঞ্জের সোনারগাঁর মোগারপাড়া এইচ জি জি এস স্মৃতি সরকারি বিদ্যায়তনের সহকারী শিক্ষক মোহাম্মদ মমিন মিয়া ও ফতুল্লার আহসান উদ্দিন হাইস্কুলের সহকারী শিক্ষক মাহবুবুর কবির।

জানা গেছে, এসব পরীক্ষক খাতা দেখায় অবহেলা করায় চলতি বছরের এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীরা ফল ফেল আসে। পরে খাতা পুনর্নিরীক্ষণ করে দেখা যায় তারা পাস করেছেন।

রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, পাবলিক পরীক্ষার খাতা দেখায় অবহেলা আর সহ্য করা হবে না। আর অন্যান্য পরীক্ষকদের এখনই সতর্ক হওয়া উচিত।

RSS
Follow by Email