শুক্রবার, জানুয়ারি ৩, ২০২৫
Led03রাজনীতিসদর

এমপি-মন্ত্রী হওয়ার চিন্তায় বাদ দিয়ে নেত্রীর জন্য কাজ করেন: খোকন সাহা

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা বলেছেন, ‘অনেকে নির্বাচন নিয়ে চিন্তা ভাবনা করে। কে মনোনয়ন পাবে, কে পাবে না; এ নিয়ে হিসাব-নিকেশ করেন। তাদের আমি বলতে চাই, মনোনয়ন পেলেন কিন্তু নেত্রী ক্ষমতায় আসলো না, তাহলে আপনার কি লাভ।’

যারা মনোনয়নের চিন্তায় ব্যস্ত তাদের আমি বলবো, ‘মনোনয়নের আগে এটা চিন্তা করেন যে দল কিভাবে ক্ষমতায় যাবে। যারা নেত্রীকে নিয়ে কটু কথা বলে তাদের নিয়ে চিন্তা ভাবনা করেন। আজ বিএনপি নেত্রী ও বঙ্গবন্ধু সম্পর্কে অশ্লিল বক্তব্য দেয়, গায়ে লাগে না আপনাদের? কে এমপি হবে কে মন্ত্রী হবে, কে মেয়র হবে সেই চিন্তায় আপনারা বিভোর। আপনারা সব বাদ দিয়ে নেত্রীর জন্য কাজ করেন, দেশের জন্য কাজ করেন।’

মঙ্গলবার বিকেলে নগরীর রাইফেল ক্লাবে মহানগর আওয়ামী লীগ আয়োজিত এক কর্মী সভায় তিনি এসব কথা বলেন।

আগামী ১৬ই সেপ্টেম্বর নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শামীম ওসমানের ডাকা সমাবেশকে সফল করার লক্ষে ওই কর্মী সভার আয়োজন করা হয়। এ বিষয়ে খোকন সাহা বলেন, ‘নেতা আমাদের সাথে কথা বলেছে এবং আমাদের জিজ্ঞেস করেছে যে ১৬ তারিখের সমাবেশ করবো কি না? আমরা সিদ্ধান্ত দিয়েছি যে, এই সমাবেশ অবশ্যই হবে। কারণ এই সমাবেশ অত্তন্ত গুরুত্বপূর্ণ।’

তিনি বলেন, জাতীয়-আন্তর্জাতিক শক্তিরা মাঠে নেমেছে। ওরা বাংলাদেশের মানচিত্রের উপর থাবা মারতে চায়। ওরা বাংলাদেশে শক্ত ঘাটি করতে চায়। নেত্রী বঙ্গবন্ধু কন্যা কারো সাথে আপোষ করে না। দেশের মানুষ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা নেত্রীর শক্তি। কয়েকদিন আগে আপনারাও দেখেছেন বিশ্ব নেতারাও নেত্রীকে সম্মান করেছেন।

তিনি আরও বলেন, মিটিং এর শেষ পর্যায়ে দেখি অনেকে চলে যায়। সকলে মিটিং এর শেষ পর্যন্ত থাকে। প্রথম থেকে শেষ পর্যন্ত থাকলে দেশের মানুষ বুঝবে, আওয়ামী লীগ একটি শক্তিশালি সংগঠন। নেতা যেভাবে বলে সেভাবে প্রস্তুত থাকবেন।

এসময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বাবু চন্দনশীল, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এড. হান্নান আহমেদ দুলাল, রবিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, জিএম আরমান, দপ্তর সম্পাদক এড. বিদ্যুত কুমার, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভুইয়া সাজনু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু প্রমুখ।

RSS
Follow by Email