বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪
Led02বিশেষ প্রতিবেদন

এবারের সংসদ নির্বাচনে না.গঞ্জে নতুন ভোটার ২ লাখ ৩৯ হাজার

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: আগামী ডিসেম্বর কিংবা জানুয়ারীতেই হতে পারে দ্বাদশ সংসদ নির্বাচন। সে লক্ষে যাবতীয় প্রস্তুতিও নিচ্ছে নির্বাচন কমিশন। আসন্ন ওই নির্বাচনে ভোটার বেড়েছে নারায়ণগঞ্জে। এবার এ জেলায় ২ লাখ ৩৯ হাজার ৭৫৮ নতুন ভোটারের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।


সংসদ নির্বাচনে প্রথম বারের মতো ভোট দিতে পারবে ১ লাখ ১৭ হাজার পুরুষ ও ১ লাখ ২২ হাজার নারী ভোটার।

নারায়ণগঞ্জে ৫টি সংসদীয় আসন রয়েছে। গত বারের তালিকায় মোট ভোটার ছিল ২০ লাখ ৩১ হাজার ৫৪১জন। এবার তা বেড়ে হয়েছে ২২ লাখ ৭১ হাজার ২৯৯জন। এর মধ্যে সবচেয়ে বেশি ভোটার বেড়েছে নারায়ণগঞ্জ-৪ আসনে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের খসড়া ভোটারের তালিকায় পুরুষ ১১ লাখ ৫২ হাজার ১৯৮ জন ও নারী রয়েছে ১১ লাখ ১৯ হাজার ৮৯ জন। এছাড়া ১৫ জন রয়েছে তৃতীয় লিঙ্গের ভোটার।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ আসনে ভোটার ছিল ৩ লাখ ৪৯ হাজার ৯০১ জন, নারায়ণগঞ্জ-২ আসনে ২ লাখ ৮৩ হাজার ৫১৩, নারায়ণগঞ্জ-৩ আসনে ৩ লাখ ৩ হাজার ৭৮০, নারায়ণগঞ্জ-৪ আসনে ৬ লাখ ৫২ হাজার ২৬ ও নারায়ণগঞ্জ-৫ আসনে ৪ লাখ ৪২ হাজার ৩২১ জন ভোটার ছিল।

দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ আসনে ভোটার ছিল ৩ লাখ ৮৬ হাজার ১২ জন, নারায়ণগঞ্জ-২ আসনে ৩ লাখ ৩১ হাজার ৬১৫, নারায়ণগঞ্জ-৩ আসনে ৩ লাখ ৪৪ হাজার ৬৬৮, নারায়ণগঞ্জ-৪ আসনে ৭ লাখ ১২ হাজার ৭০৮ ও নারায়ণগঞ্জ-৫ আসনে ৪ লাখ ৯৬ হাজার ২৯৬ জন ভোটার হযেছে।

RSS
Follow by Email