এনসিসি প্রশাসককে ‘চব্বিশের শহীদ’ স্মরণে স্মারক বই উপহার দিলো জামায়াত
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এ এইচ এম কামরুজ্জামান এর হাতে ‘চব্বিশের আন্দোলন’ এ সারা বাংলাদেশে নিহত শহীদদের তালিকা সংবলিত একটি স্মারক বই উপহার দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৭ মে) দুপুরে নগর ভবনে গিয়ে ওিই উপহার তুলে দেয়। এ সময় জামায়াত তাদের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে।
স্মারক বইটি প্রদানকালে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ। এছাড়াও এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতী মাসুম বিল্লাহ, খেলাফত মজলিস মহানগর সভাপতি হাফেজ কবির সহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
স্মারক বই প্রদান শেষে নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডের বিভিন্ন সমস্যা নিয়ে এনসিসি প্রশাসকের সঙ্গে আলোচনা করেন। তারা উল্লেখ করেন যে, নারায়ণগঞ্জ বর্তমানে পানি নিষ্কাশন, জলাবদ্ধতা, ওয়াসা এবং যানজটের কারণে ‘জ্যামের নগরীতে’ পরিণত হয়েছে।
নেতৃবৃন্দ তাদের আলোচনার মাধ্যমে এসব সমস্যা থেকে উত্তরণ ও সমাধানের বিষয়ে নাসিক প্রশাসকের কাছ থেকে আশ্বাস পেয়েছেন বলে জানান। এই উদ্যোগ শহরের বিভিন্ন সমস্যা সমাধানের ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।