বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪
জেলাজুড়েসদর

এনসিসির পানি সরবরাহ কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পানি সরবরাহ কার্যক্রম নিয়ে এক নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল ১০টায় নগর ভবন সম্মেলন কক্ষে(৫ম তলায়) সভাটি অনুষ্ঠিত হয়। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং জিওবি’র অর্থায়নে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের “Urban Infrastructure Improvement Preparatory Facility for Narayanganj City Corporation (UIIPF)” শীর্ষক কারিগরি সহায়তা প্রকল্পের আওতায় এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ, শিক্ষক, ধর্মীয় প্রতিনিধি, সিনিয়র সিটিজেন, নারীনেত্রী, এনজিও প্রতিনিধি, ক্রীড়া সংগঠক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, বিভিন্ন সরকারী অফিসের কর্মকর্তাবৃন্দ সহ প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় ‘ইউআইআইপিএফ’ প্রকল্পের প্রকল্প পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকেীশলী জনাব আব্দুল আজিজ বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিদ্যমান পানি সরবরাহ অবকাঠামো ব্যবস্থার উন্নয়ন, পূর্ণবাসন এবং সম্প্রাসারণের মাধ্যমে সঞ্চালন ও বিতরণ পাইপ লাইনে প্রয়োজনীয় পানির চাপ বজায় রেখে নগরবাসীকে সার্বক্ষণিক বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে মাননীয় মেয়র মহোদয়ের নির্দেশনা মোতাবেক আমরা কাজ করে যাচ্ছি। এশীয় উন্নয়ন ব্যাংক(এডিবি) এর অর্থায়নে অচিরেই“Narayanganj Green and Resilient Urban Development Project(NGRUDP) ” শীর্ষক প্রকল্পের কাজ শুরু হতে যাচ্ছে। প্রকল্পটি বাস্তবায়ণ সম্পন্ন হলে নগরবাসীর সার্বক্ষণিক বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা নিশ্চিত হবে।

RSS
Follow by Email