সোমবার, নভেম্বর ১১, ২০২৪
রাজনীতি

এইচএসসি পরীক্ষার্থীদের কৃতি সংবর্ধনা আয়োজনে সিদ্ধিরগঞ্জ ইসলামী আন্দোলন

লাইভ নারায়ণগঞ্জ: এইচএসসি ও আলিম পরীক্ষায় উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের জন্য কৃতি সংবর্ধনার আয়োজন করেছে সিদ্ধিরগঞ্জ ইসলামী আন্দোলন। মঙ্গলবার (১৫ অক্টোবর) দলের তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মুহা. মুকছেদুল ইসলামের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবার্ধনা অনুষ্ঠানে সিদ্ধিরগঞ্জ ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মুহা খালেদ সাইফুল্লাহ সানভীর বলেন, আপনারা জীবনের একটি ধাপে সফলতা অর্জন করেছেন আগামীতেও এর ধারাবাহিকতা বজায় রাখবে।আপনাদের কে থানা কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা জানাই। সাথে সাথে ইসলাম দেশ ও মানবতার কল্যাণে ‘তোমার স্বপ্নে সাজুক পৃথিবী, পৃথিবী হাসুক তোমার সফলতায়, দক্ষতায় সজ্জিত হোক কল্যাণময় দুর্নীতিমুক্ত মাদকমুক্ত একটি শিক্ষিত সমাজ।

এসময় আরও উপস্থিত ছিলেন, থানা কমটির সহ-সভাপতি মুহা আমির হামজা, প্রকাশনা সম্পাদক মুহা আলিয়া মাদ্রাসা সম্পাদক মুহা জুয়েল ও কলেজ সম্পাদক মুহা আবিদ সহ প্রমুখ।

RSS
Follow by Email