বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
সিদ্ধিরগঞ্জ

ঋণ আত্মসাৎ মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জ থানা এলাকা হতে অর্থ ঋণ আত্মসাৎ মামলার সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেফতারকৃতর নাম- মোঃ গোলাম সারোয়ার। সোমবার (১৩ নভেম্বর) পাঠানটুলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১১ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার কাজী শাহাবুদ্দিন আহম্মেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামী ব্যাংক থেকে ঋণ নিয়ে সঠিকভাবে পরিশোধ না করে ঋণ খেলাপি হয়। পরবর্তীতে ব্যাংক কর্তৃপক্ষ আসামীর বিরুদ্ধে মামলা করলে তিনি গ্রেফতার এড়াতে পলাতক থাকে। অতঃপর গত ২৬ জুন যুগ্ন মহানগর দায়রা জজ ৩য় আদালত গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বিচারের রায় ঘোষণার পর সাজা পরোয়ানা ইস্যু হলে র‌্যাব অভিযান পরিচালনা করে আসামী মোঃ গোলাম সারোয়ার (৫২)কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীকে সিদ্ধিরগঞ্জ থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

RSS
Follow by Email