বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
Led03রাজনীতি

উচ্চ আদালত থেকে আগাম জামিন পেলেন সজল-রনি

লাইভ নারায়ণগঞ্জ: মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল ও জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিসহ দলের নেতাকর্মীরা বিভিন্ন নাশকতার মামলায় উচ্চ আদালত থেকে আগাম জামিন পেয়েছেন। বুধবার (৬ মার্চ) হাইকোর্টে আগাম জামিনের আবেদন করলে আদালত তাদের আগাম জামিন প্রদান করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। তিনি জানান, জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমাদের আন্দোলকে বাধা দিতে, আন্দোলনে নেতাকর্মীদের দূরে রাখতে বিভিন্ন মিথ্যা মামলা দেওয়া হয়েছে। প্রতিটি মামলার কোন সত্যতা পাওয়া যায় নি। আমরা নেতাকর্মীদের জামিনের জন্য চেষ্টা করার বহু দিন পর আজকে অনেকের আগাম জামিন মঞ্জুর হয়েছে।

RSS
Follow by Email