শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
Led05ধর্ম

ইসলামী আন্দোলনের আমীর গণ বিপ্লবের মহানায়ক ছিলেন: মাও. জাফরী

লাইভ নারায়ণগঞ্জ: ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী বলেছেন, স্বৈরাচারের ভূমিকায় পুনরায় যেনো কেউ না আসতে পারে সেজন্য চাই সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন। বিশ্বের অধিকাংশ দেশেই এই পদ্ধতির নির্বাচন চলমান। এই নির্বাচন পদ্ধতি চালু হলে দেশে নির্বাচন কেন্দ্রীক সংকট দূর হবে। ক্ষমতায় টিকে থাকার জন্য স্বৈরাচার সরকার দীর্ঘ ১৬ বছর যাবত হত্যা, লুটপাট, গুম, খুনসহ বহু মানবতাবিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত ছিলো। এমন কোনো অপকর্ম ছিলো না যা বিগত সরকারের সন্ত্রাসী বাহিনী করেনি। স্বৈরাচারের সহযোগী এবং জুলাই-আগস্টের গণহত্যায় যারা সম্পৃক্ত ছিলো তাদের প্রত্যেককেই আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

শনিবার (২ নভেম্বর) ফতুল্লার শিবুমার্কেট এলাকায় ইসলামী আন্দোলনের জেলাশাখা কার্যালয়ের সামনে, ছাত্র জনতার গণ-বিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেপ্তার অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুতুবপুর ইউনিয়ন শাখার গণসমাবেশ তিনি এসব কথা বলেন।

লোকমান হোসাইন জাফরী বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমীর এই গণ বিপ্লবের অন্যতম মহানায়ক ছিলেন। আমাদের অনেক কর্মীকে শাহাদাতবরণ করতে হয়েছে। বিপ্লব পরবর্তী সময়গুলো আমাদের কর্মীবাহিনী মন্দির ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পাহারা দিয়েছিলো,ট্রাফিক দায়িত্বের পাশাপাশি ও ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট সংস্কারে ব্যাপক অবদান রেখেছে যা আপনারা দেখেছেন। ইসলামি আন্দোলন বাংলাদেশ যে সর্বদা জনগণের জন্যই রাজনীতি করে তা এই গণবিপ্লবে আবারো প্রমাণিত হয়েছে। তাই বিদ্যমান ঘুনে ধরা রাজনীতি ও দেশে চলমান সংস্কারে ইসলামী আন্দোলন বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

কুতুবপুর সাংগঠনিক ইউনিয়ন শাখার সভাপতি মুহাম্মাদ মাসুদুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাম্মাদ আবুল বাশারের সঞ্চালনায় গণসমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ ফারুক আহমেদ মুন্সী। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা শাখার সভাপতি মুহাম্মাদ শফিকুল ইসলাম এবং হাজী মুহাম্মাদ ওয়াসিম উদ্দিন, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা।

এছাড়া আরও বক্তব্য দেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুতুবপুর সাংগঠনিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম গাজী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুতুবপুর সাংগঠনিক ইউনিয়নের সভাপতি মুহাম্মাদ সাহরিয়ার ফাহিম, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কুতুবপুর সাংগঠনিক ইউনিয়নের সভাপতি হাজী আব্দুর রাজ্জাকসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ কুতুবপুর সাংগঠনিক ইউনিয়ন ও ওয়ার্ড শাখার দায়িত্বশীলগণ।

RSS
Follow by Email