বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
Led05রাজনীতি

আ.লীগ ক্ষমতায় না আসলে উন্নয়নে বাধাগ্রস্ত হবে: মেয়র রফিক

লাইভ নারায়ণগঞ্জ:বর্তমান সরকারের উন্নয়ন তুলে ধরে শোভাযাত্রা করেছে কাঞ্চন পৌর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে উপজেলার কাঞ্চন বাজারে পৌর মেয়র রফিকুল ইসলামের নেতৃত্বে ওই শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি কাঞ্চন পৌরসভা থেকে শুরু করে কাঞ্চন বাজার এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ফের পৌরসভা প্রাঙ্গনে এসে শেষ হয়।

এ সময় পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য রফিকুল ইসলাম বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে দেশে যে উন্নয়ন হয়েছে তা বিশ্বের কাছে একটি রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। পিছিয়ে পড়া দেশকে তিনি উন্নয়নের মাধ্যমে বিশ্ব দরবারে নিয়ে গেছেন। যদি আওয়ামী লীগ আবার ক্ষমতায় না আসে তাহলে উন্নয়ন বাধাগ্রস্ত হবে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করে আবারও ক্ষমতায় আনতে হবে।

RSS
Follow by Email