বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪
আড়াইহাজার

আড়াইহাজারে ৩৯২ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে ৩৯২ বোতল ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। শুক্রবার বেলা দেড়টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের বাইলাট বগাদী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- রিপন মোল্লা (২৬), রায়হান (২৮) এবং নিজামুদ্দিন (২৮)।

এ বিষয়ে র‌্যাব-১১ এর সিনিয়র ওয়ারেন্টি অফিসার মো. মুইনউদ্দিন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার এজাহার সূত্রে জানাযায়, শুক্রবার বেলা দেড়টায় ঢাকা-বিশনন্দী ফেরিঘাট রোডের বাইলট বগাদী ৫২ নং ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে র‌্যাব-১১এর একটি টিম অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে মাদকের অভিযান চালায়।

এ সময় কুমিল্লা হতে ঢাকাগামী নীল ও হলুদ রঙের একটি পিকআপ ভ্যান আটকিয়ে তল্লাশি চালানোর সময় গাড়ির ভিতরে থাকা তিনজন লোক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন র‌্যাব তাদের আটক করে গাড়িতে থাকা ৩৯২ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন।

RSS
Follow by Email