বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
Led02আড়াইহাজারজেলাজুড়ে

আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম( ৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার (১ মে) সকাল ১০টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের শিমুলতলী এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম উপজেলার সাতগ্রাম ইউনিয়নের সাতগ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল ১০টার দিকে বৃদ্ধ সাইফুল ইসলাম ব্যাটারি চালিত অটো রিক্সা করে মাধবদীর দিকে যাচ্ছিলেন। পরে অজ্ঞাতনামা বাসের ধাক্কায় রিক্সাটি দুমড়েমুচড়ে যায় এবং সফিকুল ইসলাম গুরুতরভাবে আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং পরিবারের স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে ভর্তি করে। ঐদিন দুপুর ২টার দিকে সফিকুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আড়াইহাজার থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) আহসান উল্লাহ জানান, বুধবার সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ আহত হয়েছিলেন। ঢাকা মেডিকেলে তাকে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। বাসের চালককে আটকের চেষ্টা চলছে।

RSS
Follow by Email