শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
Led05আড়াইহাজারজেলাজুড়ে

আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় সাইদুর রহমান (৪২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (২৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের দুপ্তারা ইউনিয়নের বান্টি এলাকার রয়েল ইউভিং অ্যান্ড কাটিংয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইদুর নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার ভুলতা পেনাব এলাকার রশিদ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঘটনার সময় মোটরসাইকেল নিয়ে বান্টি এলাকা থেকে গাউছিয়ার দিকে যাচ্ছিলেন সাইদুর। এ সময় অজ্ঞাত এক গাড়ি সাইফুলকে ধাক্কা দিয়ে ফেলে তার কোমরের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। এ সময় উপস্থিত জনতা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেন। পরে পরিবারের লোকজন দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১০টার দিকে সাইনবোর্ড এলাকায় পৌঁছালে সাইদুরের মৃত্যু হয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ ঘটনাটি নিশ্চিত করেছেন।

RSS
Follow by Email