বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
Led04আড়াইহাজার

আড়াইহাজারে সাঁকো পার হতে গিয়ে খালে পড়ে নারীর মৃত্যু

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে কালাপাহাড়িয়া ইউনিয়নে বোনের বাড়ি বেড়াতে যাওয়ার সময় বাঁশের সাঁকো পার হতে গিয়ে পা ফসকে পানিতে পড়ে গিয়ে সাদ্দাম বেগম (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় ইউনিয়নের পূর্বকান্দি সাহেব বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, পূর্বকান্দি এলাকার জরু মিয়ার মেয়ে দুই সন্তানের জননী সাদ্দাম বেগম তার শশুরবাড়ি গোপালদী থেকে তার পিত্রালয়ে বেড়াতে আসেন। সেখান থেকে ঘটনার সময় তার বোনের বাড়ি বিবিরকান্দি গ্রামে বেড়াতে যাচ্ছিলেন। এসময় সাহেববাজার এলাকায় খালের উপরে থাকা বাঁশের সাঁকো পার হতে গিয়ে তিনি পা পিছলে খালের পানিতে পড়ে যান। তিনি সাঁতার না জানার কারণে সেখানেই তার মৃত্যু হয়। পরে পথচারীরা ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে পিত্রালয়ে পাঠান।

বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ইনচার্জ (ওসি) আহসান উল্লাহ বলেন, ঘটনা শুনেছি। তবে, এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেননি।

RSS
Follow by Email