বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
Led04আড়াইহাজারজেলাজুড়ে

আড়াইহাজারে যুবক আটক, ১০ কেজি গাঁজা উদ্ধার

লাইভ নারায়ণগঞ্জ: অটোরিকশায় করে মাদক নিয়ে যাওয়ার সময় এক যুবককে আটক করেছে আড়াইহাজার থানা পুলিশ। মঙ্গলবার (১৯ মার্চ) মাদক মামলায় তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে সোমবার রাতে উপজেলার বিশনন্দী ফেরিঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

আটককৃত যুবকের নাম অলি আহমেদ (৩০)। সে কুমিল্লা জেলার আড়াল্লাকান্দী মুরাদ নগর থানার রামচন্দ্রপুর গ্রামের মো. মান্নাফ মিয়ার ছেলে।

আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) আহসান উল্লাহ বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজা ও এসব মাদক বহনকারী একটি আটোরিকশাসহ একজনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে নিয়মিত মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে আদালতে পাঠানো হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

RSS
Follow by Email