সোমবার, সেপ্টেম্বর ১৬, ২০২৪
Led05আড়াইহাজারজেলাজুড়েরাজনীতি

আড়াইহাজারে বাবুল হত্যা মামলা: সাবেক প্রধানমন্ত্রী- ৪ এমপিসহ আসামী ২৮১

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিএনপি কর্মী বাবুল মিয়াকে হত্যা ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ৪ এমপি সহ ১৩১ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় অজ্ঞাতপরিচয় আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে ‍দুপ্তারা ইউনিয়নে বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন বাদী হয়ে আড়াইহাজার থানায় এ মামলা করেন।

মামলার এজাহারে সূত্রে জানা যায়, গত ৪ জুলাই সকালে বাবুল মিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগদান করে। এরই জের ধরে ওইদিন সন্ধ্যায় কালীবাড়ি বাজার হতে উঠাইয়া নিয়া যায়। ভিকটিমকে আসামীরা দুপ্তরা তাতীপাড়া ঈদগাহে নিয়ে চাইনিজ কুড়াল ও রড এলোপাথারি ভাবে আঘাত করে রক্তাক্ত জখম করে। বিবাদীগন ভিকটিমের মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থলে লাশ ফেলে চলে যায়। পরবর্তিতে খবর পেয়ে ভিকটিমের সহকর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাশ আড়াইহাজার স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে ডাক্তার ভিকটিমকে মৃত ঘোষণা করে।

এ মামলায় আসামীরা হলেন,

১। শেখ হাসিনা (৮০) সাবেক প্রধানমন্ত্রী গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও সভা নেত্রী বাংলাদেশ আওয়ামীলীগ

২। ওবায়দুল কাদের (৭৮), সাধারন সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ (সাবেক সেতু মন্ত্রী, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার)

৩। শামীম ওসমান (৬৮), সাবেক সংসদ সদস্য, নারায়নগঞ্জ-৪, জেলা নারায়ণগঞ্জ

৪। গাজী গোলাম দস্তগীর (৭০), সাবেক সংসদ সদস্য, নারায়ণগঞ্জ-১, জেলা নারায়ণগ

৫। নজরুল ইসলাম বাবু (৬০), সাবেক সংসদ সদস্য নারায়ণগঞ্জ-২ জেলা নারায়ণগঞ্জ

৬। আসাদুজ্জামান কামাল (৭৫), সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

৭। কায়সার হাসানাত আব্দুল্লাহ (৫৫), সাবেক সংসদ সদস্য নারায়ণগঞ্জ-৩, জেলা নারায়ণগঞ্জ

৮। আজমেরী ওসমান (৫০), পিতামৃত- নাছিম ওসমান, আওয়ামীলীগ নেতা, সাং- নারায়ণগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ।

৯। অয়ন ওসমান (৪০), পিতা- শামীম ওসমান, আওয়ামীলীগ নেতা, সাং- নারায়ণগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ,

১০। মোঃ আলাউদ্দিন (৫৮), সাবেক মেয়র, ফেনী পৌরসভা,

১১। ফকির আক্তারুজ্জামান (৭৫), পিতামৃত- ইউসুফ আলী ফকির, সাং- পাচরুখী, থানা- আড়াইহাজার, জেলা- নারায়ণগঞ্জ

১২। ফকির কামরুজ্জামান নাহিদ (৫০), পিতা- ফকির বদিউজ্জামান, সাং- পাচরুখী, থানা- আড়াইহাজার, জেলা- নারায়ণগঞ্জ

১৩। ফকির মাশরিকুজ্জামান নিয়াজ (৫০), পিতা- ফকির আক্তারুজ্জামান, সাং- পাচরুখী, থানা- আড়াইহাজার, জেলা- নারায়ণগঞ্জ,

১৪। রফিকুল ইসলাম (৫০), ভাইস চেয়ারম্যান, আড়াইহাজার উপজেলা পরিষদ,

১৫। হেলাল (৪০), পিতা অজ্ঞাত, যুবলীগ নেতা, নারায়ণগঞ্জ

১৬। সাজনুর (৫০), পিতা অজ্ঞাত, যুবলীগ নেতা, নারায়ণগঞ্জ

১৭ । আরাফাত (৪৫), পিতা অজ্ঞাত, যুবলীগ নেতা, নারায়ণগঞ্জ

১৮। বাকীর (৬০), পিতামৃত আব্দুল ছামাদ মিয়া, সাং- বান্টি, থানা- আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ

১৯। আব্দুল হাই (৫০) পিতামৃত আব্দুল ছামাদ মিয়া, সাং- বান্টি, থানা-আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ

২০। শব্দর আলী (৫০), পিতামৃত- রমিজ আলী

২১। নাজমুল (৫৮), চেয়ারম্যান দুপ্তারা ইউনিয়ন পরিষদ, আড়াইহাজার, নারায়ণগঞ্জ

২২। শামীম (৪৫), পিতা- কানা রশিদ, সাং- কৃষ্ণপুরা, থানা- আড়াইহাজার, জেলা- নারায়ণগঞ্জ

২৩। জুলহাস (৫০) পিতা-রূপ মিয়া, সাং- কৃষ্ণপুরা, থানা- আড়াইহাজার, জেলা- নারায়ণগঞ্জ

২৪। সেলিম (৫০), পিতা-সুলতান, সাং- কৃষ্ণপুরা, থানা- আড়াইহাজার, জেলা- নারায়ণগঞ্জ

২৫। সুন্দর আলী (৬০) মেয়র আড়াইহাজার পৌরসভা, নারায়ণগঞ্জ

২৬। বাহাউদ্দিন (৫০), পিতা- হারুন, সাং- গাজীপুরা, থানা- আড়াইহাজার, জেলা- নারায়ণগঞ্জ

২৭। সুফিয়ান (৪০), পিতা- অজ্ঞাত, যুবলীগ নেতা, নারায়ণগঞ্জ ২৮। ফারুক (৪৫), পিতা- ইলমাইল, সাং- চামুরকান্দী, থানা- আড়াইহাজার, জেলা- নারায়ণগঞ্জ

২৮। ফারুক (৪৫) পিতা- ইসমাইল, সাং-চামুরকান্দি, থানা-আড়াইহাজার

২৯। ওয়াদুদ (৫৫), চেয়ারম্যান, সারগ্রাম ইউনিয়ন পরিষদ

৩০। মোশারফ (৬০), দিতামৃত- মানিক, সাং- পুরিন্দা, থানা- আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ,

৩১। মোক্তার (৪০), পিষামৃত- মানিক, সাং- পুরিন্দা, থানা-আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ,

৩২। কামরুল (৩৮), পিতামৃত মানিক, সাং- পুরিন্দা, থানা- আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ,

৩৩। কাদির (৪০), পিতামৃত- মানিক, সাং- পুতিক্ষা, থানা-আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ,

৩৪। গেলমান (৪৮) পিতা- নজু, সাং- পুরিন্দা, খানা-আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ,

৩৫। রবিন (৩০), পিতা- আব্দুর রহিম, সাং হলপাড়া, থানা-আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ,

৩৬। জিকু (৪০), পিতা-কাদির, সাং- পুরিন্দা, থানা-আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ,

৩৭। দিয়াজ মোল্লা (৬০), পিতা- ফেরা মোল্লা, সাং- পাচরুনী খাঁ পাড়া, থানা-আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ,

৩৮। রুমান (৬০), পিতা মৃত- মিন্নত আলী, সাং- ছনপাড়া, থানা- আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ,

৩৯। কাজল মেম্বার (৬০), পিতা- আজ্ঞাত, সাং- রসুলপুর, থানা- আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ,

৪০। আহম্মেদ কবির উজ্জল (৫৫), সভাপতি আড়াইহাজার উপজেলা যুবলীগ, দুপ্তারা, থানা-আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ,

৪১। বাবুল (৫০), পিতা- খলিলুর, সাং- সাতগ্রাম, থানা -আড়াইহাজার জেলা-নারায়ণগঞ্জ,

৪২। জয়নাল (৫০), পিতা মৃত- রাজ্জাক সাং- টেকপাড়া, থানা- আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ,

৪৩। সাদ্দাম (২৫), সাধারন সম্পাদক, আড়াইহাজার উপজেলা ছাত্রলীগ, থানা-আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ,

৪৪। মঞ্জুর (৩০), পিতা- জুলহাস, সাং- বান্টি, থানা-আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ,

৪৫। শরিফ সরকার (২৫), পিতা- আজ্ঞাত, সাং- বান্টি, থানা-আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ,

৪৬। অপু (৩০), পিতা- কাদির, সাং- পুরিন্দা, থানা-আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ,

৪৭। সাইফুল (২৫) পিতা- অজ্ঞাত, সাং- দক্ষিণপাড়া, থানা- আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ,

৪৮। আলামিন (৩০), পিতা- অজ্ঞাত, সাং- দক্ষিণপাড়া, থানা- আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ,

৪৯। সাইফুল ইসলাম স্বপন (৫০), উপজেলা চেয়ারম্যান, আড়াইহাজর, নারায়ণগঞ্জ।

৫০। আবু তালেব মোল্লা (৭০), চেয়ারম্যান ফতেপুর ইউনিয়ন পরিষদ, থানা-আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ,

৫১। কাউসার (৩০), পিতা- কালাম, সাং- কৃষ্ণপুরা, থানা- আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ,

৫২। ইকবাল মোল্লা (৪৫), পিতা- আবু তালেব মোল্লা, সাং- বলরামপুর, থানা-আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ,

৫৩। আনাছ (৩৫), পিতা- ডিপটি, সাং- স্বনপাড়া, থানা-আড়াইহাজার জেলা-নারায়ণগঞ্জ,

৫৪। তুষার (২৬), সাধারন সম্পাদক, সাতগ্রাম ইউনিয়ন ছাত্রলীগ, থানা-আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ,

৫৫। জুয়েল (৪০), পিতা- অজ্ঞাত, সাং- বান্টি, খানা-আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ,

৫৬। সুমন (৩০), পিতা মৃত- আঃ করিম, সাং- নতুন বান্টি, থানা- আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ,

৫৭। ছালাম (৪০), পিতা- অজ্ঞাত, সাং- কৃষ্ণপুরা, থানা-আড়াইহাজার জেলা-নারায়ণগঞ্জ,

৫৮। রবিন (৩৮), পিতা- আতাটির, গাং- ফাউসা, থানা-আড়াইয়া জেলা-নারায়ণগঞ্জ,

৫৯। আলী হোসেন (৫৮), চেয়ারম্যান, মাইজানী ইউনিয়ন পরিষদ, আড়াইহাজার, থানা-আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ,

৬০। সিরাজ (৬৫), শিকামুক- কাদির, সাং- চৌরবরদী, থানা। আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ,

৬১। অরিফুল ইসলাম (৩৬), চেয়ারম্যান খাগকান্দা ইউনিয়ন পরিষদ, থানা-আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ,

৬২। মোঃ ইসমাইল (৩৮), চেয়ারম্যান, উচিৎপুরা ইউনিয়ন পরিষদ, আড়াইহাজার, থানা-আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ,

৬৩। বেনজীর আহম্মেদ (৬২), সাধারন সম্পাদক উচিৎপুরা ইউনিয়ন আওয়ামীলীগ, থানা-আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ,

৬৪। আমান উল্লাহ আমান (৫৬), চেয়ারম্যান, মাহমুদপুর ইউনিয়ন পরিষদ, থানা-আড়াইহাজার, জেনা-নারায়ণগঞ্জ,

৬৫। সিরাজুল ইসলাম (৫৬), চেয়ারম্যান, বিশনন্দী ইউনিয়ন পরিষদ, থানা-আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ,

৬৬। হালিম সিকদার (৬৮), মেয়র, গোপালদী পৌরসভা, থানা-আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ,

৬৭। জাকির মোল্লা (৬০), সাধারন সম্পাদক গোপালদী পৌরসভা আওয়ামীলীগ, থানা-আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ,

৬৮। আজিজ মোল্লা (৫৫), পিতামৃত- লতিফ মোল্লা, সাং- পাঁচগাও দেওয়ানপাড়া, থানা-আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ,

৬৯। খোরশেদ আলম (৬৫), সাধারন সম্পাদক আড়াইহাজার উপজেলা আওয়ামীলীগ, থানা-আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ,

৭০। মুজাহিদুর রহমান হেলো (৭০), সাবেক উপজেলা চেয়ারম্যান, আড়াইহাজার, থানা-আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ,

৭১। শাহজালাল মিয়া (৬৫), সাবেক সভাপতি আড়াইহাজার উপজেলা আওয়ামীলীগ, থানা-আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ,

৭২। রেজাউল করিম (৫২), সাধারন সম্পাদক আড়াইহাজার উপজেলা যুবলীগ, থানা-আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ,

৭৩। শরিফ মিয়া (৩০), সভাপতি আড়াইহাজার উপজেলা ছাত্রলীগ, থানা-আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ,

৭৪। আমর (২৫), ভিপি সরকারী সফর আলী কলেজ ছাত্র সংসদ, থানা-আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ,

৭৫। শহিদুল্লাহ (৩৫), পিতা- ফজলুল হক, সাং- মজ্জাকান্দা, সাবেক ডি পি, সরকারী সফর আলী কলেজ, থানা-আড়াইহাজার, জেলা- নারায়ণগঞ্জ,

৭৬। আমির হোসেন (৩৫), সাবেক ভিপি, সাং- গাজীপুরা, থানা- মাড়াইযাজার, জেলা-নারায়ণগঞ্জ,

৭৭। মনির (৫৫), পিতামৃত- আজিজ মাস্টার, থানা-আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ,

৭৮। আবুল বাশার টুকু (৬০), পিতা- হাইভাল্লা, থানা-আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ,

৭৯। বিল্লাল (৫০), পিতামৃত- সুন্দর আলী, সাং- উত্তর কলাগাছিয়া, থানা-আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ,

৮০। মোঃ ওহমান (৫০), পিতা- হারুন, সাং- গাজীপুরা, থানা- আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ,

৮১। আলভাব (২৫), পিতা- আবুল বাশার, থানা-আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ,

৮২। সাইফুল (২৮), পিতা- ফাইজুল্লাহ, থানা-আড়াইহাজার, জেলা- নারায়ণগঞ্জ,

৮৩। জুয়েল (৩৮), পিতামৃত- মফিজ উদ্দিন, থানা-আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ,

৮৪। মোঃ সুমন (৩০), পিতা জাকির, সাং- বাজবী, থানা-আড়াইহাজার জেলা-নারায়ণগঞ্জ,

৮৫। দিলীপ কুমার নন্দী (৫০), পিতা- খোকন নন্দী, সাং- দুপ্তাব্য নিরদা, থানা-আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ,

৮৬। মোঃ আনিছ (৩৫), পিতা- মুজাম্মেল মেম্বার, সাং- বাজবী, থানা- আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ,

৮৭। মোতালিব (৪০), পিতামৃত- আলমাছ, সাং- গিয়দা, থানা- আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ,

৮৮। জসিম (৪০), পিতা- রেহাজ উদ্দিন, সাং- গিরদা, থানা- আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ,

৮৯। আমান উল্লাহ (৩০), পিতা- আঃ হামিদ, সাং- গিরদা, খানা- আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ,

৯০। হারুন (৪০), পিতা- আব্দুল হান্নান, সাং- গিরদা, থানা-আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ,

৯১। আলী আকবর (৪৪), পিতামৃত- কামাল উদ্দিন, সাং- গিরদা, থানা-আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ,

৯২। বিজয় নন্দী (৩২), পিতামৃত- বিয়া নন্দী, সাং-গিরদা, থানা- আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ,

৯৩। মিঠু নন্দী (৩০), পিতা- সুবোধ নন্দী, সাং- দুর্গারা পশ্চিমপাড়া, সাং- গিরদা, থানা-আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জজ,

৯৪। মোঃ মাছুম (৩৫), পিতা- সুরুজ মিয়া, সাং- দুপ্তারা গিরদা, থানা-আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ,

৯৫। রায়হান (৩০), পিতা- আবু তালেব, সাং- মুণ্ডারা গিবদা, সাং- গিরদা, থানা-আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ,

৯৬। আল আমিন (৩৫) পিতা মৃত- কাজল, সাং- দুপ্তারা গিরদা, সাং- গিরদা, থানা-আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ,

৯৭। বুলবুল (৪২), পিতা- জামান, সাং- দুপ্তারা গিকদা, সাং- শিরদা, থানা-আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ,

৯৮। মনু মেম্বার (৬৫), পিতামৃত- কদম আলী, সাং- দুপ্তারা নিরদা, সাং- গিরদা, থানা-আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ,

৯৯। নাইম মিয়া (৪২), পিতামৃত- ইব্রাহিম সাং- সুপ্তারা শিরদা, সাং- গিরদা, থানা-আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ,

১০০। এইচ এম জাকির (৩৮), পিতা- টিপু, সাং- দিঘিরপাড়া, থানা- আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ

১০১। সাইফুল ইসলাম (৩৫), পিতা- আসাদ মিয়া, সাং- দিঘিরপাড়া, খানা-আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জে

১০২। সোহেল (৩০), পিতামৃত- তাহের আলী, সাং- লিঘিরপাড়া, খানা-আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ

১০৩। ফারুক (৪০), পিতামৃত- আঃ হান্নান, সাং- দিঘিরপাড়া, থানা- আড়াইহাজার, জোলা-নারায়ণগঞ্জ

১০৪। মামুন (৩৮) পিতামৃত- আঃ হান্নান, সাং- দিঘিরপাড়া, থানা- আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ

১০৫। রাজু (৩৩), পিতামৃত- আঃ হান্নান, সাং- দিঘিরপাড়া, থানা- আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ

১০৬। এমদাদুল হক মিলন (৩৮), পিতা- মোঃ এফরান, সাং- আড়াইহাজার কৃষ্ণপুরা, থানা-আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ

১০৭। সিফাত (২৮), পিতা- দেলোয়ার, থানা-আড়াইহাজার, জেলা- নারায়ণগঞ্জ

১০৮। সুজন (২৫), সাধারন সম্পাদক সরকারী সফর আলী কলেজ শাখা ছাত্রলীগ, খানা-আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ

১০৯। শাওন (২৪), ৪), সাবেক জি,এস, পিতা- জাকির, সাং- শিবপুর, থানা-আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ

১১০। সজীব (২৫), সাবেক এ,জি, এস, পিতামৃত- আঃ বাজ্জাক, সাং- শিরপুর, থানা-আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ

১১১। রাজু (৩০), সভাপতি আড়াইহাজার পৌর ছাত্রলীগ, সাং- শিবপুর, থানা-আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ

১১২। নাঈম মোল্লা, সাবেক ভি, পি সরকারী সফর আলী কলেজ

১১৩। আল আমিন, সাবেক এ,জি, এস, সরকারী সফর আলী কলেজ

১১৪। তৌসিফ সিকদার, সাধারন সম্পাদক গোপালদী পৌর ছাত্রলীগ ১১৫। সিয়াম, পিতা- বেনজীর আহম্মেদ, সাং- চামুরকান্দী, থানা- আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ

১১৬। কামাল (৫০), পিতা- মতিউর, সাং- চামুরকান্দী, থানা- আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ

১১৭। সুমন মিয়া (৪০), পিতা- মোর্শেদ মোল্লা,, সাং- চামুরকান্দী, থানা-আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ

১১৮। কাইয়ুম (৫৫), পিতা-হোসেন, সাং- চামুরকান্দী, থানা- আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ

১১৯। শাহিন (৪০) পিতা- হোসেন, সাং- চামুরকান্দী, থানা- আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ

১২০। মিলন মিয়া (৪০), পিতা- জয়নাল, সাং- ঝাউগড়া, থানা- আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ

১২১। অলিউল্লাহ (অলি) (৪০), পি,এস, সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু

১২২। ইসমাইল (৬০), পিতামৃত মুনছুর আলী সাং- চামুরকান্দী, থানা- আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ

১২৩। ছিদ্দিক (৫৫), পিতামৃত- সাজু মিয়া, সাং- মোল্লারচর থানা- আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ

১২৪। ইকবাল (৫০), পিতামৃত- হাসিম, সাং- মোল্লারচর থানা- আড়াইহাজার, ভোলা-নারায়ণগঞ্জ

১২৫। অরিদ (৪০), পিতা- পৈলন খা, সাং- মোল্লারচর, থানা- আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ

১২৬। মোমিন, ৫৫), কমিশনার, পিতা- হেলাল উদ্দিন মেম্বার, সাং- লক্ষীবরদী, থানা-আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ

১২৭। বারিয়ান (২৭), পিতা- মোতাহার, সাং- বাজবী, থানা- আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ

১২৮। রুবেল (২৪), পিতা- সুরুজ মিয়া সাং-কৃষ্ণপুয়া, থানা- আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ

১২৯। জয়নাল (৪৮), পিতামৃত রমমালী, সাং-কৃষ্ণপুরা, থানা আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ

১৩০। শরীফ, (২৫), শিজামৃত- আঃ কাদির, সাং-কৃষ্ণপুরা, থানা- আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ

১৩১। রাকিবুল ইসলাম বিপ্লব, (৩০) পিতা- হাসেম, সাং- কামরানীরচর, থানা-আড়াইহাজার, জেলা নারায়ণগঞ্জ সহ অজ্ঞাতনামা ১০০/১৫০ জন।

RSS
Follow by Email