রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
Led05আড়াইহাজারজেলাজুড়ে

আড়াইহাজারে পৌর মেয়রের উদ্যোগে ন্যায্যমূল্যে তরমুজ-পেঁয়াজ-আলু বিক্রি

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজার পৌরসভার মেয়র মো. সুন্দর আলীর উদ্যোগে ন্যায্যমূল্যে তরমুজ, আলু ও পেঁয়াজ বিক্রি করা শুরু হয়েছে। শনিবার (২৩ মার্চ) থেকে পৌর কার্যালয়ে এ কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে শেষ রোজা পর্যন্ত।

আড়াইহাজার পৌর মেয়র মো. সুন্দর আলী জানান, রমজানে তরমুজের অতিরিক্ত দামের কারণে সাধারণ জনগণ তরমুজ কিনে খেতে পারছেন না। এলাকার বেশিরভাগ লোক নিম্ন আয়ের। তাদের চাহিদার উপর ভিত্তি করে জাতীয় সংসদের হুইপ ও আড়াইহাজার আসনের এমপি নজরুল ইসলাম বাবুর পরামর্শ ক্রমে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এখানে প্রায় ৪ থেকে ৫‘শ টাকা করে বিক্রি যোগ্য একটি তরমুজের দাম নেয়া হচ্ছে মাত্র ১৭০ টাকা, আলু প্রতি কেজি ৩২ টাকা এবং পেঁয়াজ ৪৭ টাকা দরে বিক্রি করা হচ্ছে। এ কার্যক্রম শেষ রোজা পর্যন্ত চলবে।

এদিকে, কম দামে দ্রব্য পেয়ে খুশি সাধারণ মানুষ। বেশ কয়েজন তাদের প্রতিক্রিয়ি ব্যক্ত করতে গিয়ে বলেন, মেয়র সাহেব জনগণের চাহিদার উপর ভিত্তি করে যে উদ্যোগ নিয়েছেন তাতে আমরা অনেক খুশি।

RSS
Follow by Email