শুক্রবার, জানুয়ারি ৩, ২০২৫
Led02আড়াইহাজারজেলাজুড়েরাজনীতি

আড়াইহাজারে জাপা প্রার্থীর পোস্টার ছিড়ে ফেলার অভিযোগ

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে জাতীয় পাটির প্রার্থীর আলমগীর সিকদার লোটনের পোস্টার আবারো ছিড়ে ফেলার অভিযোগ করেছে তার প্রধান নির্বাচন সমন্বয়কারী ও ছোট ভাই জাহাঙ্গীর সিকদার জোটন।

তারা জানায়, আলমগীর সিকদার লোটনের গোপালদী, কড়ইতলা ও দাইরাদী এলাকার ৪টি ব্যানার ও কড়ইতলা সকল পোস্টার ছিড়ে ফেলেছে। পোস্টার ছিড়ে ফেলার জন্য তিনি সরকার দলীয় নেতা কর্মীদের দায়ী করেন।

জোটন বলেন, সকল দলের পোস্টার থাকলেও শুধুমাত্র জাপার পোস্টার গুলি ছিড়ে ফেলা হচ্ছে। বিষয়টি আমি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদকে জানিয়েছি।

এই ব্যাপারে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ বলেন, ইতিমধ্য ব্যবস্থা নিতে শুরু করছি।

RSS
Follow by Email