বৃহস্পতিবার, নভেম্বর ১৪, ২০২৪
Led05আড়াইহাজার

আড়াইহাজারে অপহৃত মাদ্রাসা ছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ১

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে অপহৃত এক মাদ্রাসা ছাত্রী (১২) কে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ অক্টোবর) কালাপাহাড়িয়া থেকে সাদিয়া আক্তার নামে ছাত্রীকে উদ্ধার করা হয়। এ ঘটনায় রুমা আক্তার নামে এক তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার কৃত রুমা আক্তার আড়াইহাজারের হাজিরটেক এলাকার সেন্টু মিয়ার মেয়ে।

সিনিয়র সহকারি পুলিশ সুপার (সি-সার্কেল) মেহেদী ইসলাম লাইভ নারায়ণগঞ্জকে তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৫ অক্টোবর ভিক্টিমের মা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি অপহরণ মামলা দায়ের করেন। এ মামলায় আসামি ৩জন। তারা হলেন, সেন্টু মিয়া (৪৮), তার মেয়ে রুমা আক্তার (২২) এবং তার স্ত্রী মরিয়ম বেগম (৪৪)। এর মধ্যে রুমা আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদে অপহৃত ছাত্রীর অনুসন্ধান পাওয়া যায়। পরবর্তীতে কালাপাহাড়িয়া থেকে তাকে উদ্ধার করা হয়।

RSS
Follow by Email