বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
Led04রাজনীতি

আমার শাশু‌ড়ির সমান, ধরা খেয়ে বিয়ে করেছে ২৩ বছরের মেয়ে: শামীম ওসমান

লাইভ নারায়ণগঞ্জ: বয়সে আমার শাশুড়ির সমান। বয়সে আমার অনেক বড়। বুড়া বয়সে ধরা খেয়ে ২৩ বছরের মেয়ে বিয়ে করেছেন। আপনার বউ এর নামও বলতে পারি, কোন এলাকায় থাকেন সেটাও জানি।

বিএনপির কোন এক নেতাকে ইঙ্গিত করে বৃহস্পতিবার দুপুরে এ কথা গুলো বলেন শামীম ওসমান।

তিনি বলেন, ‘আওয়ামী লীগের মধ্যে সবাই যেমর ভালো মানুষ না, তেমনই মুক্তিযুদ্ধ করেছে যারা, তারা সবাই মুক্তিযুদ্ধ করে ভালো কাজ করেছে, তা না। মুক্তিযুদ্ধের পরে যারা লুট করেছে, তারা কোন সময় মুক্তিযুদ্ধা হতে পারে না। মুক্তিযোদ্ধের পরে যারা কাজে যোগ দিয়েছে, কাজ করেছে, সে হচ্ছে সত্যিকারের মুক্তিযোদ্ধা। দেশ স্বাধীন করে রাস্তার পারে যারা আইসক্রিম বিক্রি করবো বা গাড়ি চালাতো, তাদের অনেকেই আছে হাজার কোটি টাকার মালিক হয়েছে।’

বিএনপির নানা নির্যাতনের কথা উল্লেখ করে বলেন, আমরা কোন বিএনপির নেতাকে নির্যাতন করেনি। বিচার করেছে আল্লাহ। এখন বিএনপি কোন ফেক্টর না, বিএনপি শুধু ব্যবহার হচ্ছে।

এসময় শামীম ওসমান বলেন, নতুন প্রজন্মের জন্য আমাদের জায়গা ছেড়ে দিতে হবে। আগামীতে রাস্তার রাজনীতি থাকবে না। রাজনীতির লড়াই হবে বুদ্ধি, মেধার লড়াই।

RSS
Follow by Email