শুক্রবার, জানুয়ারি ৩, ২০২৫
গণমাধ্যমরূপগঞ্জ

‘আমার দেশ’র সম্পাদকের নামে মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ

লাইভ নারায়ণগঞ্জ: আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমানের বিরুদ্ধে হয়রানী ও ষড়যন্ত্রমূলক সাজানো মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ১০ টায় নয়াপুরে সোনারগাঁও জার্নালিস্ট ফোরাম (প্রেসক্লাব) কার্যালয় সংলগ্ন ঢাকা-বাইপাস সড়কে জার্নালিস্ট ফোরামের ব্যানারে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সোনারগাঁও জার্নালিস্ট ফোরামের (প্রেসক্লাব) সভাপতি মো. জাকির হোসেন ঝন্টুর সার্বিক সহযোগিতায় স্থানীয় সাংবাদিক ও এলাকাবাসী এ মানববন্ধন করেছে। মানববন্ধনে বিশিষ্ট সাংবাদিক, লেখক, আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়ের করা হয়রানী, ষড়যন্ত্রমূলক ও সাজানো মামলা বাতিলসহ সকল মিথ্যা মামলা অনতিবিলম্বে প্রত্যাহারের জোর দাবী জানান।

মানববন্ধন শেষে তারা ঢাকা-বাইপাস সড়কে বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিলটি নয়াপুর থেকে সড়কের বস্তল মোড় হয়ে পুনরায় নয়াপুরে গিয়ে শেষ হয়। আগামী ৭দিনের মধ্যে মাহমুদুর রহমানের জামিনসহ সাজানো মামলা বাতিল করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এ সময় সোনারগাঁও জার্নালিস্ট ফোরামের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

RSS
Follow by Email