শুক্রবার, জানুয়ারি ৩, ২০২৫
রাজনীতিসদর

আমরা বিএনপিকে প্রতিরোধ করবো: ভিপি বাদল

লাইভ নারায়ণগঞ্জ: বিএনপির হরতাল প্রতিরোধে নারায়ণগঞ্জ শহরে শান্তি সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। রোববার (২৯ অক্টোবর) বেলা ১১টায় চাষাঢ়া শহীদ মিনারে তারা এ শান্তি সমাবেশ করেন।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহীদ বাদলের নেতৃত্বে সমাবেশটি অনুষ্ঠিত হয়।

এ সময় নেতাকর্মীদের বিএনপিবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, হরতালের নামে তারা জ্বালাও পোড়াও করেছে। ধিক্কার জানাই যারা গতকাল একটি পুলিশকে নির্মম ভাবে হত্যা করেছে। সেই পুলিশ হত্যার প্রতিশোধ আমরা নিবো। আমরা আজকে শহরের বিভিন্ন স্থানে শান্তি সমাবেশ পালন করছি। আগামী দিনে ভোটের মাধ্যমে নৌকাকে জয়ী করে বাংলার মানুষের মুখে হাসি ফুটিয়ে তুলবেন। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। জনগনকে সাথে নিয়ে আমরা বিএনপিকে প্রতিরোধ করবো। কাউকে ছাড় দিবো না। মুজিবের বাংলায় ওদের (বিএনপি) ঠাই নাই, রাজাকারদের ঠাই নাই।

এসময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম, ফতুল্লা থানা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক তাহের উদ্দিন রানা, সোনারগাঁ থানা আওয়ামী লীগের ত্রান বিষয়ক সম্পাদক সালাউদ্দিন মাসুম, সদর থানা যুবলীগের সভাপতি এসটি আলমগীর সরকার, সাংগঠনিক সম্পাদক শাহিন সরকার, গোগনগর ইউনিয়ন যুলীগের সাধারণ সম্পাদক নুরুল সিকদার, যুবলীগ নেতা মামুন প্রমুখ।

RSS
Follow by Email