শনিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৪
Led02বিশেষ প্রতিবেদনরাজনীতি

আবারও আসছে স্বরাষ্ট্রমন্ত্রী, দেখবেন আ.লীগের শক্তি-সমর্থন

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: এক সাপ্তাহের ব্যবধানে আবারও নারায়ণগঞ্জে আসবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আগামী ১৬ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের মাটিতে আওয়ামী লীগের শক্তি দেখবেন তিনি। ওইদিন শক্তি সমর্থন প্রদর্শন হবে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সমাবেশে।

চাষাঢ়া রাইফেলস ক্লাবে শনিবার (৯ সেপ্টেম্বর) বিকালে এক কর্মীসভায় সমাবেশের ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।

শামীম ওসমান বলেন, ‘সেদিন নারায়ণগঞ্জের আওয়ামী লীগ দেখিয়ে দেবে নারায়ণগঞ্জ আওয়ামীলীগের ঘাটি ছিল, আছে থাকবে। আগামী ১৬ তারিখ এমন আওয়াজ তুলবো, যা সারাদেশে ছড়িয়ে পড়বে। সেদিন আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে দাওয়াত করবো, আশাকরি কোন ব্যস্ততা না থাকলে উনি উপস্থিত থাকবেন।’

নভেম্বরের শুরুতে তফসিল ঘোষণা জানিয়ে শামীম ওসমান বলেন, আপাতত আসুন আমরা সবাই এক থাকি। তিনি বলেন, বিএনপি খালি বলে পুলিশ ছাড়া আসতে, আমি পুলিশকে বলি আপনারা সব তাদের সাথে থাকেন, ওদের জন্য আমরাই যথেষ্ট।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, সিদ্ধিরগঞ্জে থানা আওয়ামীলীগের সভাপতি মো. মজিবুর রহমান, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কায়সার হাসনাত, নারায়ণগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শিরিন বেগম প্রমুখ।

RSS
Follow by Email