মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০২৪
Led02জেলাজুড়েসোনারগাঁ

আফ্রিকায় ডাকাতের হামলায় সোনারগাঁয়ের ছেলে নিহত

লাইভ নারায়ণগঞ্জ: দক্ষিণ আফ্রিকায় ডাকাতদের হামলায় বাংলাদেশি এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বাংলাদেশ সময় বুধবার (২৪ এপ্রিল) বিকাল তিনটার দিকে দক্ষিণ আফ্রিকার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় তাকে হত্যা করে আফ্রিকার ডাকাতরা।

নিহত যুবকের নাম কামাল হোসেন (৩৫) ওরফে আসিফ ইকবাল । সে সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের গোহাট্টা এলাকার মৃত খলিল মিয়ার ছেলে। ১০ বছর আগে স্ত্রী ও কন্যাকে রেখে দক্ষিণ আফ্রিকায় পারি জমায় তিনি। নিহতের ভাগ্নে সাংবাদিক আরাফাত হোসেন সিফাত তথ্যটি নিশ্চিত।

সিফাত বলেন, কামাল মামা দক্ষিণ আফ্রিকার হিয়াভুসা এলাকায় একটি দোকান নিয়ে ব্যবসা করতেন। বুধবার স্থারীয় সময় সন্ধ্যায় দোকানটিতে ডাকাতদল হানা দেয়। এসময় ডাকাতরা ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার আগে তার মাথা পলিথিন দিয়ে আটকে ফেলে ও শ্বাসরোধ করে হত্যা করে। আমাদের এক আত্মীয় সংশ্লিষ্ট দূতাবাসের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। দ্রুত তার লাশ যেন দেশে ফিরে সেই ব্যবস্থা করা হচ্ছে।

RSS
Follow by Email