বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪
Led01রাজনীতি

আনোয়ারকে দুলাভাই সম্বোধন করে মিটিংয়ে আসার আহ্বান জানালেন সেলিম ওসমান

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমান বলেছেন, মঙ্গলবার বন্দরে সমরক্ষেত্রে একটি মিটিং করবো, সেখানে জাতীয় পার্টি আওয়ামী লীগের সকল সদস্যদের দাওয়াত করবে। যেখানে শুধু আওয়ামী লীগের নেতারাই বক্তব্য দিবে। আমি একটা মানুষকে দুলাভাই বলে ডাকি, আমার কোন বড় বোন নাই তবুও দুলাভাই বলে ডাকি। আজকে দুলাভাইয়ের সাথে অনেক্ষণ কথা হইছে। আমার বাবা আমাদের রাজনীতি করার জন্য ওই মানুষের কাছে তুলে দিলেন, আর শামীম ওসমানকে তুলে দিলেন জননেত্রী শেখ হাসিনার হাতে। আর আমাকে তুলে দিলেন আমাদের রাজনৈতিক গুরু আনোয়ার হোসেনের কাছে। আমি ৭০ থেকে ৭৪ পর্যন্ত ছাত্রলীগ করেছি আনোয়ার হোসেনের সাথে। সেখান থেকেই আমি উনাকে আমার রাজনৈতিক গুরু মনে করি। আমি আশাবাদি আনোয়ার ভাই রাগ করে থাকবেন না, একটা ভুল বোঝাবুঝি হইছে।

সোমবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় সদর থানা সংলগ্ন প্রধান নির্বাচনী কেন্দ্রে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন নারায়ণগঞ্জ-৫ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী একেএম সেলিম ওসমান।

সেলিম ওসমান বলেন, এবার আনোয়ার ভাই, খোকন সাহা, চন্দনশীল যেমন কষ্ট পেয়েছেন আমিও ঠিক তেমন কষ্ট পেয়েছি। কারণ নারায়ণগঞ্জ-৫ আসনে কাউকে নৌকায় মনোনীত করা হয় নাই। আমি এবার আপার কাছে নৌকায় নির্বাচন করার আবদার করেছি। কিন্তু আপা আমার জন্য আসন ছেড়ে দিলেন। অনেকের জিজ্ঞাসা করায় বলা হলো ঘরের ছেলে ঘরেই থাকুক। আপার নির্দেশেই আমি নির্বাচনে দাঁড়িয়েছি। এবার আপনাদের দায়িত্ব হলো ৭ জানুয়ারী ভোট কেন্দ্রে ভোট দেওয়া। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে জয়যুক্ত করতে হবে। আমাকে ভোট নাই বা দিলেন, তবে এবার অন্তত ভোটটা দিন।

এনসিসির ১৫ নং ওয়ার্ডের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিএম আরমানের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন সেলিম ওসমানের সহধর্মীনি নাসরিন ওসমান, সাবেক নারী সংসদ সদস্য হোসনে আরা বাবলী, নাসরীন ওসমান, আব্দুর রহিম, কলাগাছিয়া ইউপি চেয়ার‌্ম্যান দেলোয়ার হোসেন প্রধান, জেলা ছাত্র সাবেক সভাপতি সাফায়াত আলম সানি, মহানগর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড. মাহমুদা মালা, জেলা শ্রমিক লীগের সদস্য সচিব কামাল হোসেন, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া সাজনু, জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য শিখন সরকার শিপন।

RSS
Follow by Email