বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪
জেলাজুড়েসদর

আনন্দধামের উপদেষ্টা সৈয়দ লুৎফর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত

লাইভ নারায়ণগঞ্জ: আনন্দধামের উপদেষ্টা এবং প্রয়াত সাংবাদিক সৈয়দ লুৎফর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল আয়োজন করেছে আনন্দধাম সংগঠন।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) নগরীর গলাচিপা টাইলস গার্ডেনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় আনন্দধামের চেয়ারম্যান তানভীর হায়দার খান ভার্চুয়ালি উপস্থিত হন। উপস্থিত আলোচকবৃন্দ মরহুমের জীবনের উপর আলোচনা করতে গিয়ে বলেন, উনি ছিলেন একজন নি:স্বার্থ দেশপ্রেমিক। বিশেষ করে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে সোনার বাংলা গড়ার মানসে আমৃত্যু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথেই ছিলেন। সভাপতির বক্তব্যে হাসিনা রহমান সিমু বলেন, আনন্দধামের প্রয়াত উপদেষ্টা লুৎফর রহমান ছিলেন বঙ্গবন্ধু প্রেমী মহান মুক্তিযোদ্ধা।

এ সময় সভায় আনন্দধামের নির্বাহী চেয়ারম্যান হাসিনা রহমান সিমুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, আনন্দধামের অতিরিক্ত চেয়ারম্যান মোঃ শাহ আলম, ভাইস চেয়ারম্যান মতিউর রহমান মুক্তি, সাংগঠনিক পরিচালক আবদুল কাইয়ুম আল আমিন, পরিচালক ফরিদউদ্দিন রিপন, মো: রায়হান, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, গত বছর ১০ জানুয়ারি আওয়ামী লীগ এনসিসির ১৩ নং ওয়ার্ডের সভাপতি ও আনন্দধামের উপদেষ্টা সৈয়দ লুৎফর রহমান শহরের আল্লামা ইকবাল রোডের নিজ বাসভবনে চিকিৎসাধীন থাকা অবস্থায় ইহলোক ত্যাগ করেন। গতকাল ছিলো মরহুমের প্রথম মৃত্যু বার্ষিকী।

RSS
Follow by Email