বুধবার, অক্টোবর ৯, ২০২৪
সদর

আদিলুর-এলানের মুক্তির দাবিতে নারায়ণগঞ্জে প্রতিবাদী মানববন্ধন

লাইভ নারায়ণগঞ্জ: দেশের শীর্ষ মানবাধিকার সংগঠন অধির্কার সেক্রেটারি আদিলুর রহমান খান ও পরিচালক নাসির উদ্দিন এলানের নিঃশর্ত মুক্তির দাবিতে নারায়ণগঞ্জে প্রতিবাদী মৌন মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (২৬ সেপ্টম্বর) বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি আয়োজন করে অধিকার নারায়ণগঞ্জ ইউনিট।

মানববন্ধনে অংশ গ্রহণকারীরা, ফ্রী আদিল, ফ্রী এলান লেখা শ্লোগান সম্বলিত কালো কাপড় মুখে বেধে আদিলুর রহমান খান ও নাসির উদ্দিন এলানকে কারাদন্ড দেওয়ার প্রতিবাদ এবং অবিলম্বে তাদের বেকুসুর খালাস দেওয়ার দাবি জানান।

মৌন এ প্রতিবাদ মানববন্ধন পরিচালনা ও সভাপতিত্ব করেন অধিকার নারায়ণগঞ্জের সমন্বয়ক বিল্লাল হোসেন রবিন। এ সময় উপস্থিত ছিলেন, সুশাসনের জন্য নাগরিক (সুজন)’র নারায়ণগঞ্জ জেলার সভাপতি ধীমান সাহা জুয়েল, সাংবাদিক ইউনিয়ন, নারায়ণগঞ্জ শাখার সাংগঠনিক সম্পাদক এম আর কামাল, সিদ্ধিরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম বাবুল, ডা: গাজী খায়রুজ্জামান, মানবাধিকার কর্মী মোহাম্মদ কবির উদ্দিন চৌধুরী, আবু সাইদ পাটোয়ারী রাসেল, সুমাইয়া আলী, রেশমা হাসান প্রমুখ।

RSS
Follow by Email