বুধবার, নভেম্বর ৬, ২০২৪
আড়াইহাজার

আড়াইহাজারে ২ ব্যাক্তি আটক, ৭০০ পিস ইয়াবা উদ্ধার

লাইভ নারায়ণগঞ্জ:আড়াইহাজারে পৃথক ভাবে অভিযান চালিয়ে ২জনকে আটক করেছে থানা পুলিশ। তাদের দাবি আটককৃতরা মাদক ব্যবসায়ী। সোমবার (৩১ জুলাই) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

আটককৃতরা হলো, আড়াইহাজার উপজেলার কল্যান্দী উত্তরপাড়া এলাকার হাবিবুল্লাহর ছেলে রকমতুল্লাহ (২৫) ও মারুয়াদী এলাকার মৃত গিয়াসউদ্দিনের ছেলে বসু (৪৮)। তাদের বিরুদ্ধে মঙ্গলবার মাদক আইনে মামলা দিয়ে নারায়ণগঞ্জ আদালতে চালান করা হয়েছে।

আড়াইহাজার থানার ইন্সপেক্টর (এসপি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব, আটককৃত বসুকে মারুয়াদী বাজার চৌরাস্তার মোড় থেকে ইয়াবা কেনা বেচা করার সময় ৫শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। অপর দিকে রকমতুল্লাহ কে বগাদী এলাকায় ইয়াবা কেনা বেচা করার সময় ২শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

RSS
Follow by Email