সোমবার, সেপ্টেম্বর ৯, ২০২৪
Led03আড়াইহাজার

আড়াইহাজারে যুবকের লাশ উদ্ধার, পরিচয় খুঁজছে পুলিশ

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারের গোপালদী পৌরসভার রামচন্দ্রদী নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে আড়াইহাজারের খাগকান্দা নৌ পুলিশ ফাঁড়ি।

রোববার (১৭ সেপ্টেম্বর) বিকেলে লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

নিহতের পরনে ছিল লুঙ্গি ও শার্টের নিচে গোল গলার টি-শার্ট।

আড়াইহাজারের খাগকান্দা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. আসাদুজ্জামান জানান, নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। উদ্ধারকৃত লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

RSS
Follow by Email