বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪
আড়াইহাজার

আড়াইহাজারে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে মোশাররফ হোসেন (৫৫) নামে এক কাপড় ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতরা ঘরের দরজা ভেঙ্গে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ১৩ লাখ টাকা মূল্যমানের মালামাল লুট করে নিয়ে গেছে।

ঘটনাটি ঘটেছে রোববার (২২ অক্টোবর) দিবাগত রাত আড়াইটায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও নোয়াপাড়া গ্রামে । এসময় নগদ ২ লাখ টাকা, ১১ ভরি স্বর্নালঙ্কার ও ৭টি মোবাইল ছিনিয়ে নেয় ডাকাতদল।

ঘটনার বিবরণ দিয়ে ভুক্তভুগি মোশাররফ বলেন, ‘রাত আড়াইটার দিকে বিকট শব্দে আমার ঘরের দরজা ভেঙ্গে ফেলে ডাকাতরা। ঘুম ভেঙ্গে দেখি ১০ থেকে ১৫ জনের মুখোশধারী ডাকাতদল দেশীয় অস্ত্র নিয়ে ঘরে ঢুকেছে। তারা আমাদের সবাইকে জিম্মি করে ঘরে থাকা টাকা, স্বর্ণ ও মোবাইল লুটে নেয়।‘ প্রায় আধাঘণ্টা তান্ডব চালানোর পরে চলে যায় তারা।‘

এবিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বলেন, এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ দেয়নি। তবে ডাকাতদলকে ধরতে আমাদের অভিযান চলছে।

RSS
Follow by Email