বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪
Led05আড়াইহাজারজেলাজুড়ে

আড়াইহাজারে দুই বাড়িতে ডাকাতি, মুখে জিম্মি করে অর্থ-স্বর্ণালংকার লুট

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে একরাতে দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। মঙ্গলবার (১৭ অক্টোবর) রাতে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাও দক্ষিণ মোল্লাপাড়া এলাকার খোকন মুন্সির বাড়িতে ও প্রভাকরদী গ্রামে ইকবালের বাড়িতে ওই ডাকাতির ঘটনাগুলো ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ২ টার দিকে ডাকাত দলের ১৫-২০ জনের সদস্যদল খোকন মুন্সির বাড়ির মেইনগেইটের তালা কেটে রুমের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। শার্ট প্যান্ট পরিহিত মুখোশধারী ডাকাতদল বাড়ীর সকলকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৭ হাজার টাকা ও ১৫ ভড়ি ওজনের বিভিন্ন স্বর্ণের অলঙ্কার লুটে পালিয়ে যায়। অপরদিকে রাত ৩ টার সময় প্রভাকরদী এলাকার ইকবালের বাড়িতে একই কায়দায় হানা দিয়ে ডাকাত দল রুমের ভিতরে প্রবেশ করে নগদ টাকা ৪ লক্ষ টাকা ও সাড়ে ৩ ভরি স্বর্ণালংকার লুটে নেয়। এদিকে একের পর এক ডাকাতির ঘটনায় এলাকায় ডাকাত আতংক বিরাজ করছে।

আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) আহসান উল্লাহ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ডাকাত গ্রেপ্তারের চেস্টা চলছে।

RSS
Follow by Email