শুক্রবার, জানুয়ারি ৩, ২০২৫
আড়াইহাজার

আড়াইহাজারে দুই নারী আটক, ফেনসিডিল উদ্ধার

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে দুই নারী মাদক কারবারিকে আটক করেছে গোপালদী তদন্ত কেন্দ্রের পুলিশ। শনিবার (১২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার মানিকপুর বাজার থেকে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছে থাকা মাছ রাখার ব্যাগ তল্লাশি করে ৫১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ব্যাপারে মাদক আইনে আড়াইহাজার থানায় মামলা হয়েছে।

আটকরা হলেন- রাসিদা বেগম (৫৫)। তিনি কুমিল্লা জেলার কোতোয়ালি থানার পশ্চিম রেসকোর্স জয়দল মিয়া বাড়ির ভাড়াটিয়া মৃত সোনা মিয়ার মেয়ে। অপরজন হলো নাসিমা আক্তার (৩৫)। তিনি কুমিল্লা জেলার চান্দিনা থানার মইশাল ভূইয়াপাড়া এলাকার রেশমত আলী মেয়ে।

গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফজলুল হক খান জানান, শনিবার (১২ আগস্ট) বিকেলে আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

RSS
Follow by Email