বুধবার, অক্টোবর ৩০, ২০২৪
আড়াইহাজার

আড়াইহাজারে দুই ডাকাতকে গণপিটুনী, অস্ত্র-ককটেল উদ্ধার

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে দৃই ডাকাতকে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করেছে উত্তেজিত জনতা। মঙ্গলবার (২১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার খাগকান্দা ইউনিয়নের তাতুয়াকান্দা এলাকায় এ ঘটনা ঘটেছে।

আটককৃতরা হচ্ছে, উপজেলার ফতেপুর ইউনিয়নের বগাদী গ্রামের মতিনের ছেলে রফিকুল (৩০) ও রমজানের ছেলে সোহাগ (২০)।

এলাকাবাসি জানায়, মঙ্গলবার রাত ৭টার দিকে ওই দুইজন তাতুয়াকান্দা এলাকায় সন্দেহজনক ভাবে হাতে বেগ হাতে নিয়ে ঘুরা ফেরা করা কালে লোকজন তাদেরকে সন্দেহ করে। তারা তাদেরকে ডেকে কথা বলার চেষ্টা করলে তারা পালাতে চেষ্টা করে। ওই সময় উত্তেজিত জনতা তাদেরকে আটক করে তাদের সাথে থাকা বেগ তল্লাশী করে বেগে থাকা দুটি বড় ধারালো ছুরি, দুটি ককটেল, ককটেল তৈরীর সরঞ্জাম, শর্টপেন্ট, গেঞ্জি, মুখোশ এ সমস্ত জিনিস উদ্ধার করে।

পরে তাদেরকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। পুলিশ আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করে।

আড়াইহাজার থানার এস আই নাহিদ মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন।

RSS
Follow by Email