বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪
আড়াইহাজারজেলাজুড়ে

আড়াইহাজারে চুলার আগুনে তিন ঘর পুড়ে ছাঁই

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে রান্না ঘরের থেকে আগুণ ছড়িয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ঘটনায় আব্দুল করিম মিয়া নামের এক কৃষকের বসত ঘরসহ আশপাশের তিনটি ঘর পুড়ে ছাঁই হয়ে গেছে।

বুধবার (৩১ জানুয়ারি) দুপুর ফতেপুর ইউপির দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় সংবাদ পেয়ে আড়াইহাজারের ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনে।

এ বিষয়ে আড়াইহাজারের ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল হাসান লাইভ নারায়ণগঞ্জকে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিথ হয়েছি এবং আগুন নেভাতে পেরেছি। অগ্নিকান্ডে একটি বসত ঘর, একটি রান্না ঘর ও একটি বারান্দা আসবাবপত্র সহ পুড়ে গেছে। আনুমানিক ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আগুনের সূত্রপাত রানাঘরের মাটির চুলা থেকে হয়েছে বলে ধারনা করছি।

RSS
Follow by Email