বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
আড়াইহাজার

আড়াইহাজারে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আড়াইহাজার করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে ২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় উপজেলার বিশনন্দী ফেরিঘাটে সিএনজি তল্লাশি করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত নারীর নাম মৌসুমী (২৬)। সে গাজীপুর জেলার জয়দেবপুর উপজেলার ধীরাশ্রম গ্রামের মৃত আরমানের মেয়ে।

গোপালদী তদন্ত কেন্দ্রের এস আই নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গিয়ে বিশনন্দী ফেরিঘাট-ঢাকা রোডে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে একটি সিএনজি তল্লাশি করে মৌসুমীর হাঁটুর নিচে পলিথিনে মোড়ানো দুই কেজি গাঁজা উদ্ধার করেন।

পুলিশ জানায়, ওই নারী ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থেকে গাজাগুলো নিয়ে গাজীপুরে যাচ্ছিলেন।

আড়াইহাজার থানার ওসি (তদন্ত)হুমায়ুন কবির জানান, মাদক আইনে মামলা দিয়ে বুধবার তাকে নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে ।

RSS
Follow by Email