মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০২৪
আড়াইহাজাররাজনীতি

আড়াইহাজারে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী ৬জন

লাইভ নারায়ণগঞ্জ: দ্বাদশ জাতীয় নির্বাচনে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন ৬জন।

যে ৬জন মনোনয়ন সংগ্রহ করেছেন- বর্তমান সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, সাবেক রাষ্ট্রদূত বীর মুক্তিযোদ্ধা মমতাজ হোসেন, আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহজালাল মিয়া, কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এড. হাবিবুর রহমান মোল্লা, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক তথ্য বিষয়ক সম্পাদক এড. ইকবাল পারভেজ ও আড়াইহাজার উপজেলা চেয়ারম্যান হেলো সরকার।

জানা গেছে, গত শনিবার (১৮ নভেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে আওয়ামী লীগ। মনোনয়নপত্র বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আট বিভাগের জন্য স্থাপন করা হয় ১০টি বুথ। সেখান থেকে ফরম বিক্রি করা হয়। মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেওয়ার কার্যক্রম চলবে আজ (২১ নভেম্বর) বিকেল ৪টা পর্যন্ত।

RSS
Follow by Email