মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪
Led02জেলাজুড়েরাজনীতিসদর

আইভীর জনপ্রীয়তায় শূন্যের কোঠায়: মাও. ফেরদাউস

লাইভ নারায়ণগঞ্জ: মহানগর উলামা পরিষদের সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমান বলেন, রাজনীতিতে মেয়র আইভী জনগণের কাছে জনপ্রীয়তায় শূন্যের কোঠায় চলে গেছে। কয়জন ঠিকাদার ছাড়া তার আসে পাশে কেউ ঘোড়ে না। আর সেই জন্য তার মাথা খারাপ হয়ে গেছে। কিছুদিন এরে গালি দেয়, কিছু দিন ওরে গালি দেয়, সে আসলে আলোচনায় থাকতে চায়।

শুক্রবার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টায় ডিআইটি মসজিদের প্রাঙ্গনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, ডিআইটি মসজিদের খতিব ও জেলা হেফাজত ইসলামের সভাপতি মাওলানা আব্দুল আউয়াল, হেফাজত ইসলামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বসির উল্লাহ, মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহসহ আরও অনেকে।

মাওলানা ফেরদাউসুর রহমান আরও বলেন, আমরা আগে জানতাম না কিন্তু পরে খবর নিয়ে জেনেছি এখানে মিনি পতিতালয় হয়ে আছে। আমি এই মামলা নিয়ে ভয় পাই না। আমি আজ সংবাদ সম্মেলনে এসেছি একটা মেসেজ দিতে, মামলা তোলার কথা বলবো না। তারা কত নিচু মনের মানুষ হলে এই কাজ করতে পারে টা আমরা বুঝি।

RSS
Follow by Email