সোমবার, নভেম্বর ১১, ২০২৪
Led05জেলাজুড়েরাজনীতিসদর

আইভীকে টিপু ‘আপনি আ.লীগের অপকর্মের দোসর, অতিশীঘ্রই পদত্যাগ করুন‘

লাইভ নারায়ণগঞ্জ: ছাত্র জনতার উপর গুলি চালিয়ে হত্যার দায়ে শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবি জানিয়ে মহানগর বিএনপির নেতৃবৃন্দ অবস্থান কর্মসূচী পালন করেছেন। বৃহস্পতিবার (১৫ জুলাই) কর্মসূচীর ২য় দিনে বিকেল ৩টায় হোসিয়ারী সমিতির সামনে জড় হন নেতৃবৃন্দ।

এসময় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর উদ্দেশ্যে মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেন, অতীতে বিএনপির নেতাকর্মীরা সন্ত্রাসী গডফাদারের বিরুদ্ধে ভোট দিয়ে আপনাকে মেয়র বানিয়েছে। কিন্তু আপনি আওয়ামী লীগের প্রতিটি অপকর্মের দোসর, দুর্নীতির দোসর।

তিনি বলেন, আমরা বলেছিলাম, ১৫ই আগস্ট কোন ষড়যন্ত্রকারী আমরা মাঠে দেখতে চাই না। খুনি হাসিনা, আওয়ামীলীগের কোন প্রেতাত্মাকে মাঠে দেখতে চাই না। আপনি যেভাবে ষড়যন্ত্রে মেতে উঠেছেন, আপনাকে বলতে চাই অতি শীঘ্রই পদত্যাগ করুন। যদি এটা না করেন, আমরা সিটি কর্পোরেশন ঘেরাও করে আপনাকে বাধ্য করবো। আওয়ামীলীগের কোন দোসর ছাড় পাবে না। খুনি হাসিনার কোন দোসর ছাড় পাবে না। দুর্নীতিবাজ এমপি, মেয়র, কাউন্সিলর কেউ ছাড় পাবে না।

মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান এর সভাপতিত্বে ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় আনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এড. সরকার হুমায়ুন কবির, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না প্রমুখ।

RSS
Follow by Email