শুক্রবার, ডিসেম্বর ৬, ২০২৪
রাজনীতি

অনেক কাউন্সিলরাই নেই, তবে যারা আছে তাদের সুযোগ দেয়া হোক: ওহিদুল ইসলাম

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ওহিদুল ইসলাম বলেন, নাগরিক সেবা পেতে হলে কাউন্সিলরদের ছাড়া অন্য কোন বিকল্প নেই। সে ক্ষেত্রে কাউন্সিলরের পূর্ণবহন করার দাবি আমারও। তবে অনেক কাউন্সিলর এখন উপস্থিত নেই তাই যারা তারা জনসেবা দিতে ইচ্ছুক তাদেরকে সেবা দিতে দেওয়ার সুযোগ দেয়া হোক।

বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় কাউন্সিলরদের পূর্নবহল প্রসঙ্গে লাইভ নারায়ণগঞ্জকে বক্তব্য দেন সাবেক কাউন্সিলর ওহিদুল ইসলাম। এসময় বক্তব্য তিনি এ কথা বলেন।

ওহিদুল ইসলাম আরও বলেন, আমার ওয়ার্ডে আমি দায়িত্ব না থাকা সত্ত্বেও আমি এবং আমার সচিব মিলে কাজগুলো গুছিয়ে দায়িত্বগত কর্মকর্তার কাছে যাচ্ছি, সেখান থেকেই কাজগুলো করে নিতে পারছি। আমার ওয়ার্ডে কার্যক্রম সচল আছে। কিন্তু যে কাজ আমি একদিনে পারতাম সেই কাজটা করতে তিন দিন সময় লাগছে। যেভাবে আমি আমার জনগণদের দায়িত্ব না থাকার পরও সেবা দিচ্ছে, সব ওয়ার্ড এর ক্ষেত্রে চিত্রটা এরকম নয়। কাউন্সিলরদের না থাকার কারণে অনেক জনসাধারণের ভোগান্তিতে পড়ছেন। জনগণের ভোগান্তি কমাতে আমরা চাই কাউন্সিলরদের পূর্ণ বহাল করা হোক।

RSS
Follow by Email