শনিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৪
জেলাজুড়েসদর

অধ্যাপিকা তড়িতা সাহার মৃত্যুতে জেলা মহিলা পরিষদের শোক

লাইভ নারায়ণগঞ্জ: শহর মহিলা পরিষদের সভাপতি অধ্যাপিকা তড়িতা সাহার মৃত্যুতে শোক প্রকাশ করেছে জেলা মহিলা পরিষদ। শনিবার (১৬জুন) বিকেলে এ বার্তার মাধ্যমে এ শোক প্রকাশ করা হয়।

বার্তায় আর জানানো হয়, দীর্ঘ দিন ধরে দূরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ছিলেন অধ্যাপিকা তড়িতা সাহা। এরপর গতকাল ১৫ জুন তিনি মৃত্যুবরণ করেন। তড়িতা সাহা ব্যক্তি জীবনে নারায়ণগঞ্জ কলেজের অধ্যাপক ছিলেন। মৃত্যুকালে তিনি একমাত্র পুত্রকে রেখে যান। তাঁর মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

RSS
Follow by Email